Cheapest Flip Phone India: ফ্লিপ ফোন, তাও আবার সস্তায়। শুনে অবাক লাগছে? আসলে এখন বাজারে iPhone এর চেয়েও কম দামে একটি অ্যান্ড্রয়েড ফ্লিপ ফোন আছে। তাও আবার যে সে ব্র্যান্ডের নয়, Motorola র। Flipkart এ দেদার বিক্রি হচ্ছে Motorola Razr 60। Samsung এর ফ্লিপ ফোনের চেয়েও সস্তায় পাবেন মোটোরোলার এই ফোন।
আপাতত বাজারে বড় ব্র্যান্ডের মধ্যে এটিই সবচেয়ে সস্তার ফ্লিপ ফোন। Razr 60 তে 50MP প্রাইমারি লেন্স পাবেন। ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। ফ্রন্ট ক্যামেরা 32MP। ফলে সেলফিও বেশ ভালই উঠবে। আসুন এক নজরে মোটোরোলার এই ফ্লিপ ফোনে দাম ও ফিচার্স জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: Samsung New Phone: 50 MP ক্যামেরা 5,000 mAh ব্যাটারি, জলের দরে ৩টি ফোন আনল স্যামসাং
এছাড়াও Flipkart এ বিভিন্ন অফারের কারণে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। ব্যাঙ্ক অফারের পরে, ফোনের দাম নেমে আসবে ৩৭,৯৯৯ টাকায়। এছাড়াও এই স্মার্টফোনে এক্সচেঞ্জ অফার এবং নো কস্ট ইএমআই অপশনও রয়েছে।
স্পেসিফিকেশন
Motorola Razr 60 তে রয়েছে 6.9 ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে। 120Hz রিফ্রেশ রেট। HDR10+ এবং 3000 nits এর পিক ব্রাইটনেস। বাইরের কভারে 3.6 ইঞ্চি AMOLED ডিসপ্লে রয়েছে। সেটিতেও 90Hz রিফ্রেশ রেট।
স্ক্রিন প্রোটেকশনের জন্য গরিলা গ্লাস ভিক্টাস রয়েছে। ফলে ফোল্ডিং ফোন হলেও একেবারে ঠুনকো নয়। MediaTek Dimensity 7400X প্রসেসর রয়েছে। 12GB পর্যন্ত RAM এবং 512GB স্টোরেজ। Android 15 অপারেটিং সিস্টেম। 50MP + 13MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
সামনে 32MP সেলফি ক্যামেরা রয়েছে। সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
তবে এত কিছুর মধ্যে, ফোনটির ব্যাটারি এখনকার স্ট্যান্ডার্ডের তুলনায় কিছুটা কম। 4500mAh ব্যাটারি রয়েছে। তবে 30W ওয়ার্ড চার্জিং আছে।IP48 ওয়াটারপ্রুফিং রেটিং আছে।
দাম কত?
Motorola Razr 60 র 8GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম Flipkart-এ 39,999 টাকা। এমনিতে লঞ্চ প্রাইস ছিল 54,999 টাকা। অর্থাৎ, 15,000 টাকা কমেছে।