কোভিড-১৯ অতিমারির কারণে প্রায় দুই বছর আগে ভারতীয় শেয়ার বাজারে বিক্রি শুরু হয়েছিল। বাজারে ছিল তীব্র অনিশ্চয়তা। শেয়ারবাজারের অস্থিরতা কতদিন স্থায়ী হবে সেনিয়ে পণ্ডিতরাও আন্দাজ করতে পারেননি। কিন্তু কয়েক মাসেই বাজার ঘুরে দাঁড়ায়। সেই সঙ্গে একাধিক স্টক চলতে শুরু করে। এই সময়ের দ্বিগুণ হয়েছে অথবা তারও বেশি রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের।
বোরোসিল গোষ্ঠীর বোরোসিল রিনিউবেল লিমিটেড (Borosil Renewables Ltd) ডিনার সেট, লাঞ্চ বক্স, কাচের পাত্র এবং বোতল তৈরি করে। গত দুই বছরে স্টকটি দুর্দান্ত চলেছে। এই শেয়ারের দাম ৩৪.৭৫ টাকা থেকে ৬৫৪.৫০ টাকায় পৌঁছেছে। বেড়েছে প্রায় ১,৭৮৩ শতাংশ। গত এক মাসে স্টকটি প্রায় ১৬.৫০ শতাংশ বেড়েছে। গত ৬ মাসে এই স্টকটি ৩৩০ টাকা থেকে চলে গিয়েছে ৬৫৪.৫০ টাকায়। এভাবে মাত্র ৬ মাসে এই শেয়ারের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এই স্টকটি গত এক বছরে প্রায় ১৬৫ শতাংশ রিটার্ন দিয়েছে।
মাত্র ২ বছরে বিনিয়োগকারীদের মালামাল করেছে এই স্টক। যদি কোনও ব্যক্তি ২০২০ সালের ৮ এপ্রিল এই স্টকে ১ লক্ষ টাকা বিনিয়োগ করতেন, তাহলে সেই বিনিয়োগের মূল্য এখন ১৮.৮৩ লক্ষ টাকা হয়ে যেত। এই শেয়ারে ৬ মাস আগেও ১ লাখ টাকার বিনিয়োগ করলে তার মূল্য দাঁড়াত ২ লক্ষ টাকা।
Borosil Renewables Ltd ভারতের প্রথম এবং একমাত্র কোম্পানি যারা সোলার গ্লাস তৈরি করে। এই কোম্পানি বোরোসিল গোষ্ঠীর।
আরও পড়ুন- এটিএমে টাকা তুলতে আর কার্ড লাগবে না, শুরু হচ্ছে নয়া ব্যবস্থা