Rule Changes From December: দেখতে দেখতে ডিসেম্বর মাস এসে গেল। নতুন মাস মানেই নানান নিয়মে পরিবর্তন। এক্ষেত্রেও ব্যতিক্রম নেই। ১ ডিসেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। LPG গ্যাস সিলিন্ডারের দাম, ক্রেডিট কার্ড নিয়ম এবং TRAI-এর নতুন নিয়ম আসছে। এর ফলে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই পড়তে পারে।
TRAI আগামী ১ ডিসেম্বর ২০২৫ থেকে একটি নতুন নিয়ম কার্যকর করতে চলেছে, যার মাধ্যমে ভুয়ো OTP ও অবাঞ্ছিত বাণিজ্যিক বার্তা বন্ধ হবে। এই নিয়ম কার্যকর হওয়ার পর ভুয়ো বার্তা ও ফিশিং থেকে সাধারণ মানুষ রেহাই পাবেন।
প্রতি মাসের ১ তারিখে LPG সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। একইসঙ্গে এয়ার টারবাইন ফুয়েল (ATF), CNG, PNG-এর দামও সংশোধন করে তেল কোম্পানিগুলো। অক্টোবরে ১৯ কেজির কমার্শিয়াল LPG সিলিন্ডারের দাম ৪৮ টাকা বেড়েছিল, যদিও গৃহস্থালী সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। এর আগে, আগস্ট ও সেপ্টেম্বরে কমার্শিয়াল সিলিন্ডারের দাম যথাক্রমে ৮.৫০ টাকা এবং ৩৯ টাকা বৃদ্ধি পেয়েছিল।
দেশের বৃহত্তম ব্যাঙ্ক, SBI, ১ ডিসেম্বর ২০২৪ থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে। এই দিন থেকে SBI-র ৪৮টি ক্রেডিট কার্ডে ডিজিটাল গেমিং প্ল্যাটফর্ম বা মাদার্চেন্ডাইজ লেনদেনের ক্ষেত্রে আর রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না।
এর আগে, ১ নভেম্বর ২০২৪-এও SBI বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছিল। এর মধ্যে রয়েছে ক্রেডিট কার্ড দিয়ে প্রতি মাসে ৫০,০০০ টাকার বেশি ইউটিলিটি বিল পেমেন্ট করলে ১% অতিরিক্ত চার্জ। তবে ৫০,০০০ টাকার কমের ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ নেওয়া হয় না।
TRAI বাণিজ্যিক বার্তা ও OTP-এর ট্রেসেবিলিটি নিয়ম বাস্তবায়নে বড় পদক্ষেপ নিচ্ছে। প্রথমে টেলিকম কোম্পানিগুলোকে ৩১ অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল। পরে Jio, Airtel, Vi এবং BSNL-এর অনুরোধে সময় বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করা হয়।
ডিসেম্বরের ১ তারিখ থেকে এই নিয়ম কার্যকর করতে হবে। TRAI-এর নতুন নির্দেশ অনুযায়ী, টেলিকম কোম্পানিগুলোকে তাদের নেটওয়ার্ক উপলব্ধতার সমস্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।