আগামী অর্থবর্ষের বাজেটে পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। ম্য়ানেজার পদে যোগ্য চাকরিপ্রার্থীদের আবেদন চাইল জাতীয় সড়ক কর্তৃপক্ষ (NHAI)। কীভাবে আবেদন করবেন? অনলাইনেই আবেদন করার সুযোগ দিচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সেজন্য যেতে হবে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ওয়েবসাইট nhai.gov.in-এ। আবেদনের শেষ তারিখ ৯ মার্চ, ২০২২।
অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী, শূন্য পদের সংখ্যা ৩৪। এর মধ্যে চিফ জেনারেল ম্যানেজার (ফিনান্স) ১টি পদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (আইনি) ১টি পদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মিডিয়া রিলেশন) ১টি পদ এবং ম্যানেজার (টেক) ৩১টি পদ রয়েছে।
চিফ জেনারেল ম্যানেজার (ফিনান্স) পদে চাকরিপ্রার্থীরা পাবেন মাসিক ৩৭৪০০ থেকে ৬৭০০০ টাকার বেতন। ডেপুটি ম্য়ানেজার (লিগাল) পদে বেতন মাসে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা। ডেপুটি জেনারেল ম্য়ানেজার (মিডিয়া রিলেশন), ম্যানেজার (টেক) পদে চাকরি করলে প্রতি মাসে পাবেন ১৫৬০০ থেকে ৩৯১০০ টাকার মাইনে। প্রতিটি পদে আবেদনের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সম্পূর্ণ তথ্যের জন্য প্রার্থীরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন।
আরও পড়ুন- Post Office-এর এই স্কিমে কয়েক মাসেই টাকা দ্বিগুণ, সঙ্গে দুর্দান্ত রিটার্নও
প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র পূরণ করার পর নথিপত্র-সহ পাঠাতে হবে ডিজিএম, জাতীয় সড়ক কর্তৃপক্ষ, প্লট নম্বর- জি-৫ ও ৬, সেক্টর ১০, দ্বারকা, নয়াদিল্লি ১১০০৭৫ ঠিকানায়।
আরও পড়ুন- ১২ পাসে রেলে চাকরির সুযোগ, বেতন সপ্তম পে কমিশন অনুযায়ী