PF এর টাকা UPI দিয়েই, কীভাবে? জেনে নিন পুরো প্রক্রিয়া

এবার EPFO অ্যাকাউন্টের টাকা UPI-এর মাধ্যমেই তোলা যাবে। নতুন এই পদ্ধতিতে কীভাবে হাতে আসবে PF-এর টাকা। রইল বিস্তারিত প্রক্রিয়া...

Advertisement
PF এর টাকা UPI দিয়েই, কীভাবে? জেনে নিন পুরো প্রক্রিয়া
হাইলাইটস
  • EPFO অ্যাকাউন্টের টাকা UPI-এর মাধ্যমেই তোলা যাবে
  • EPFO অ্যাকাউন্টকে UPI-এর সঙ্গে লিঙ্ক করতে হবে
  • কীভাবে হবে এই প্রক্রিয়া?

EPFO অ্যাকাউন্ট থেকে এবার সরাসরি UPI-এর মাধ্যমেই টাকা তোলা যাবে। সূত্রের খবর, সরকার UPI-এর সাহায্যে EPF অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সুবিধা খুব শীঘ্রই চালু করতে চলেছে। এই পরিষেবার জন্য EPFO অ্যাকাউন্টকে UPI-এর সঙ্গে লিঙ্ক করতে হবে। যেমন আগে থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক করা থাকে। 

EPF-এর টাকা UPI-এর মাধ্যমে নিজের সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে। পরে সেই টাকা ডেবিট কার্ড বা ব্যাঙ্কের UPI লেনদেনের মাধ্যমে তোলা বা খরচ করা সম্ভব হবে। এই উদ্যোগের অংশ হিসেবে শ্রম মন্ত্রক EPFO-র একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করছে। ওই অ্যাপের মাধ্যমেও UPI ব্যবহার করে EPFO অ্যাকাউন্ট থেকে সরাসরি সেভিংস অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে। 

এছাড়াও EPFO-র ওয়েবসাইটের মেম্বার পোর্টালেও UPI-এর মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের সুবিধা আনার প্রস্তুতি চলবে। সূত্রের আরও দাবি, আগামী অর্থবছরের প্রাথমিক পর্যায়েই এই পরিষেবা চালু হতে পারে। 

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনও নথিপত্র ছাড়াই PF অ্যাকাউন্ট থেকে ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যায়। তবে প্রতিদিন ও প্রতি মাসে লেনদেনের সংখ্যা এবং অর্থের পরিমাণের উপর একটি নির্দিষ্ট সীমা ধার্য করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। UPI-এর মাধ্যমে PF অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্কে দৈনিক ও মাসিক লেনদেনের সীমা নির্ধারণ করা হবে। 

UPI-কে PF অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করলেই ফান্ড ট্রান্সফারের সুবিধা কার্যকর হয়ে যাবে। ওয়েবসাইটের পাশাপাশি নতুন অ্যাপেও এই পরিষেবা উপলব্ধ থাকবে। 

 

TAGS:
POST A COMMENT
Advertisement