NPS Rules Change: NPS-এ মাত্র ৫০০০ টাকা করে ঢাললে ৯২ লক্ষ রিটার্ন, সঙ্গে পেনশনও, রইল হিসেব

ভারতের পেনশন রেগুলেটরি অ্যান্ড ডেভেলপেন্ট অথারিটি (PFRDA) বেসরকারি ক্ষেত্রের চাকরিজীবীদের জন্য নিয়মে একটা বড় বদল ঘোষণা করেছে। নতুন এই বদল অনুযায়ী, অবসরের সময় বেসরকারি চাকরিজীবীরা NPS-এর ৮০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারেন। আর ২০ শতাংশ টাকা দিয়ে কিনে নিতে পারেন অ্যানুইটি। যার মাধ্যমে পেনশন পেয়ে যাবেন। এর আগে নিয়মটা ছিল ৬০ শতাংশ এবং ৪০ শতাংশের।

Advertisement
NPS-এ মাত্র ৫০০০ টাকা করে ঢাললে ৯২ লক্ষ রিটার্ন, সঙ্গে পেনশনও, রইল হিসেবNPS রুল চেঞ্জ
হাইলাইটস
  • অবসরের সময় বেসরকারি চাকরিজীবীরা NPS-এর ৮০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারেন
  • ২০ শতাংশ টাকা দিয়ে কিনে নিতে পারেন অ্যানুইটি
  • এর আগে নিয়মটা ছিল ৬০ শতাংশ এবং ৪০ শতাংশের

ভারতের পেনশন রেগুলেটরি অ্যান্ড ডেভেলপেন্ট অথারিটি (PFRDA) বেসরকারি ক্ষেত্রের চাকরিজীবীদের জন্য নিয়মে একটা বড় বদল ঘোষণা করেছে। নতুন এই বদল অনুযায়ী, অবসরের সময় বেসরকারি চাকরিজীবীরা NPS-এর ৮০ শতাংশ পর্যন্ত টাকা তুলে নিতে পারেন। আর ২০ শতাংশ টাকা দিয়ে কিনে নিতে পারেন অ্যানুইটি। যার মাধ্যমে পেনশন পেয়ে যাবেন। এর আগে নিয়মটা ছিল ৬০ শতাংশ এবং ৪০ শতাংশের।

তবে নতুন এই নিয়মের ফলে পেনশনের পরিমাণ কমবে। যদিও একসঙ্গে পাওয়া যাবে অনেকটা টাকা। তাই আর সময় নষ্ট না করে এই হিসেবটা সম্পর্কে বিশদে জেনে নিন। আমরা ৫০০০ টাকা দিয়েই এই হিসেবটি করেছি।

ধরুন আপনি ৫০০০ টাকা প্রতি মাসে ইনভেস্ট করছেন। তাহলে বছরে জমে যাবে ৬০০০০ টাকা। ধরুন আপনি এতে ১০ শতাংশ হারে ইন্টারেস্ট পেলেন। আর আপনার রিয়াটারমেন্টের বয়স হল ৬০। এছাড়া আমরা ধরে নিলাম অ্যানুইটিতে ৬ শতাংশ হারে রিটার্ন পাবেন প্রতি বছর। এবার আসুন হিসেবটা দেখে নেওয়া যাক।

যদি কোনও ব্যক্তি ৩০ বছরে ইনভেস্টমেন্ট শুরু করেন

  • ৩০ বছর হল বিনিয়োগের পিরিয়ড
  • টোটাল ইনভেস্টমেন্ট হল ১৮ লাখ টাকা
  • বছরে ইন্টারেস্ট ধরা হল ১০ শতাংশ
  • এর ফলে রিটায়ারমেন্টের সময় জমে যেতে পারে ১.১৫ কোটি টাকা

তাহলে বুঝতেই পারছেন ৩০ বছর বয়সে মাত্র ৫ হাজার টাকা করে ইনভেস্ট করে আপনার জমে যেতে পারে ১.১৫ কোটি টাকা। আর নতুন নিয়ম অনুযায়ী আপনি এই জমে থাকা টাকার ৮০ শতাংশই তুলে নিতে পারবেন। অর্থাৎ এই ১.১৫ কোটি টাকার মধ্যে ৯২ লক্ষ টাকা তুলে ফেলতে পারবেন। এরপর ২৩ লক্ষ টাকা দিয়ে কিনতে হবে অ্যানুইটি। এটা আপনার জমানো টাকার প্রায় ২৩ লক্ষ টাকা।

ধরা যাক আপনি অ্যানুইটিতে ৬ শতাংশ হারে রিটার্ন পাচ্ছেন, সেক্ষেত্রে মাসে ১১০০০ থেকে ১২০০০ টাকার পেনশন মিলবে।

আপনার বয়স যদি ৪০ হয়

  • এক্ষেত্রে ইভেস্টমেন্ট করতে পারবেন ২০ বছর ধরে
  • ১২ লাখ টাকা মোট জমাতে পারবেন
  • সব মিলিয়ে পেতে পারেন ৪৮ থেকে ৫০ লক্ষ

এরপর আপনি ৩৮-৪০ লক্ষ টাকা তুলে নিতে পারেন রিটায়ারমেন্টের সময়। তারপর ৯ থেকে ১০ লাখ টাকা দিয়ে অ্যানুইটি কিনে নিন। তাতে মাসে ৪৫০০ থেকে ৫০০০ টাকার অ্যানইটি পাবেন।

Advertisement

POST A COMMENT
Advertisement