scorecardresearch
 

পেট্রোল-ডিজেলের দাম লিটার প্রতি ৯ টাকা বাড়তে পারে, ৫ রাজ্যের ভোটের পরেই সিদ্ধান্ত?

তেলের দাম বাড়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামকে প্রতি লিটারে ৫.৭ টাকা লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। জেপি মর্গানের তথ্য অনুযায়ী তেল সংস্থাগুলির লিয়য়ার প্রতি ৯ টাকা বা ১০ শতাংশ দাম বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ফের বাড়তে পারে তেলের দাম
  • ১০ তারিখের পরেই সিদ্ধান্তের সম্ভাবনা
  • রইল বিস্তারিত তথ্য

দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন মেটার পরের সপ্তাহেই বাড়তে পারে পেট্রোল ডিজেলের দাম। বিশ্ববাজারে কাঁচা তেলের দাম ব্যারল প্রতি ১০০ ডলারের বেশি হয়ে গিয়েছে। এই কারণে, তেল সংস্থাগুলি স্বাভাবিক মার্জিন অর্জনের জন্য পেট্রোল এবং ডিজেলের দাম প্রতি লিটারে ৯ টাকা বৃদ্ধি করতে পারে বলে মনে করা হচ্ছে। আসলে, রাশিয়া থেকে তেল সরবরাহে সমস্যা হতে পারে এই আশঙ্কায় বিশ্ববাজারে ২০১৪ সালের পর এই প্রথম কাঁচা তেলের দাম ১১০ ডলারে পৌঁছেছে। 

পেট্রোলিয়াম মন্ত্রকের অন্তর্গত পেট্রোলিয়াম যোজনা ও বিশ্লেষণ প্রকোষ্ঠ  অনুযায়ী, ভারত যে কাঁচা তেল কেনে তার দাম ১ মার্চে ১০২ ডলারের বেশি হয়ে গিয়েছে। জ্বালানির এই দাম অগাস্ট ২০১৪ সালের পর এই প্রথম এতটা বেড়েছে। পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, গতবছর যখন নভেম্বরের শুরুরে পেট্রোল ডিজেলের দামে লাগাম টানা হয়েছিল তখন কাঁচা তেলের দাম ছিল ব্যারল প্রতি ৮১.৫ ডলার। ব্রোকারেজ ফার্ম জেপি মর্গান এক প্রতিবেদনে জানিয়েছে, 'আগামী সপ্তাহের মধ্যে রাজ্য বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাবে। এর পর প্রতিদিনই জ্বালানি তেলের দাম বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতি লিটারে ৫.৭ টাকা লোকসান তেল সংস্থাগুলির
তেলের দাম বাড়ায় ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্থান পেট্রোলিয়ামকে প্রতি লিটারে ৫.৭ টাকা লোকসানের সম্মুখীন হতে হচ্ছে। জেপি মর্গানের তথ্য অনুযায়ী তেল সংস্থাগুলির লিয়য়ার প্রতি ৯ টাকা বা ১০ শতাংশ দাম বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে। 

এই বছরে এখনও পর্যন্ত ৫ বার বাড়ল ATF-এর দাম
দেশে বিমানের জ্বালানির দাম বর্তমানে উচ্চস্তরে পৌঁছে গিয়েছে। মঙ্গলবার বিমানের জ্বালানির দাম ৩.৩ শতাংশ বেড়েছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় এবছর এখনও পর্যন্ত ATF-এর দাম পঞ্চমবার বাড়ল। 

১০ মার্চ ফলাফল
মনে করা হচ্ছে উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে পারে। উত্তরপ্রদেশে ৭ তারিখ শেষ দফার ভোট। পাঁচ রাজ্যের ভোটের গণনা ১০ মার্চ। 

Advertisement

আরও পড়ুনপাঠানের জন্য কীভাবে চুল বড় করলেন? রহস্য ফাঁস করলেন শাহরুখ


 

Advertisement