প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের নাম ওঠানো নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন-বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে আবাস যোজনার টাকা কারা পাবেন, কীভাবে পাবেন তা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের তরফে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে রাজ্যকে। সেখানেই উল্লেখ আছে, কারা টাকা পাবেন বা কীভাবে পাবেন।
আরও পড়ুন : সরকারি কর্মীদের জন্য বড় খবর, এই তারিখ থেকেই মিলবে ডিএ
আবার যোজনার বাড়ি ও টাকা কারা পাবেন ?
আবাস যোজনার বাড়ি কারা পাবেন? তা নিয়ে আগেই নির্দেশিকা দিয়েছিল রাজ্য সরকার। এই নিয়ে মুখ্যসচিব জেলাশাসকদের নিয়ে বৈঠকও করেছেন। আবাস যোজনার বাড়ি কারা পাবেন, তাও জানিয়ে দিয়েছেন জেলাশাসকদের। মুখ্যসচিব জেলাশাসকদের সাফ জানিয়ে দেন, যাঁদের পাকা বাড়ি রয়েছে, তাঁরা কোনওভাবেই আবাস যোজনার বাড়ি পাবেন না। বা তাঁদের নাম উপভোক্তা হিসেবে রাখা যাবে না।
এছাড়াও নবান্ন আগেই জানিয়েছিল, পরিবারের কেউ সরকারি চাকরি করলে, মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে, আয়কর দিলে আবাস যোজনার উপভোক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।
উপভোক্তার কাছে কোনও গাড়ি, যন্ত্র চালিত নৌকা, বিলাসবহুল গাড়ি ইত্যাদি থাকলে কোনওভাবেই তিনি বা সেই পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন না। এছাড়াও ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষমতা থাকলে, কিষান ক্রেডিট কার্ড থাকলে, ফ্রিজ, ল্যান্ডলাইন ফোন থাকলেও তাঁর নাম এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা যাবে না।