PM Kisan 20তম কিস্তির টাকা কাদের অ্যাকাউন্টে এসেছে? কীভাবে জানবেন, জেনে নিন বিস্তারিতPM Kisan প্রকল্পের ২০ তম কিস্তির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নিজের সংসদীয় এলাকা বারাণসী থেকে ঘোষণা করেন। ‘প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি’ (PM Kisan) প্রকল্পের ২০তম কিস্তি হিসাবে ৯.৭০ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০,৫০০ কোটি টাকা সরাসরি ট্রান্সফার করা হবে। এমন পরিস্থিতিতে অনেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ তম কিস্তির টাকা এসেছে কিনা দেখতে চাইছেন। সেই পদ্ধতিই সবিস্তারে জানানো হল এই প্রতিবেদনে। পিএম কিষাণের ২০ তম কিস্তির টাকা পাওয়ার জন্য কী কী প্রয়োজন, সেই বিষয়েও জানতে পারবেন। সবার আগে জেনে নেওয়া যাক, পিএম কিষাণ প্রকল্পের (pm kisan samman nidhi yojana) ২০তম কিস্তির টাকা এসেছে কি না, তা কীভাবে জানবেন,
টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে SMS এসে যাবে। তবে অনেক সময় যান্ত্রিক ত্রুটির কারণে SMS না-ও আসতে পারে। চিন্তা করবেন না। অনলাইনে ব্যাঙ্কের ব্যালেন্স চেক করুন।
চাইলে https://pmkisan.gov.in/ https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে ঢুকে Farmer Corner → Beneficiary Status অপশনে যেতে পারেন। সেখানে আপনার আধার/ মোবাইল বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে লগ-ইন করুন।
যদি e‑KYC, Land Seeding, Aadhaar‑Bank Seeding অপশনগুলোর পাশে 'Yes' দেখায়, সেক্ষেত্রে সুখবর। শীঘ্রই আপনার টাকা এসে যাবে।
মনে রাখবেন, সবাই পিএম কিষাণের টাকা রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তা কিন্তু নয়। একসঙ্গে সবার অ্যাকাউন্টে টাকা ঢোকে না। কেউ আগে, কেউ পরেও টাকা পেতে পারে। তাই ক'দিন নিয়মিত ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করতে থাকুন।
বারাণসী থেকে প্রধানমন্ত্রীর বার্তা
কেন্দ্রীয় সরকার DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে টাকা ট্রান্সফার করে। এদিন বারাণসীর সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ২০তম কিস্তিতে ৮০ হাজার কোটি টাকারও বেশি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হল। তিনি বলেন, কৃষকদের হাতে নগদ টাকা তুলে দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।