সরকারি যোজনায় ফের ২০০০ টাকা দিতে চলেছে মোদী সরকার, কবে অ্যাকাউন্টে পাবেন?

দেশজুড়ে চলছে  প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় প্রতি বছর কৃষকদের ৬,০০০ টাকা দেওয়া হয়। বর্তমানে কৃষকরা এর ২২ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন।

Advertisement
সরকারি যোজনায় ফের ২০০০ টাকা দিতে চলেছে মোদী সরকার, কবে অ্যাকাউন্টে পাবেন?সরকারি যোজনায় ফের ২০০০ টাকা দিতে চলেছে মোদী সরকার
হাইলাইটস
  • দেশজুড়ে চলছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা।
  • এই প্রকল্পের আওতায় প্রতি বছর কৃষকদের ৬,০০০ টাকা দেওয়া হয়।
  • বর্তমানে কৃষকরা এর ২২ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন।

দেশজুড়ে চলছে  প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় প্রতি বছর কৃষকদের ৬,০০০ টাকা দেওয়া হয়। বর্তমানে কৃষকরা এর ২২ নম্বর কিস্তির জন্য অপেক্ষা করছেন। তবে, অনেক কৃষক আছেন,যাদের ২২তম কিস্তি তাঁদের অ্যাকাউন্টে জমা নাও হতে পারে। কোনও ঝামেলা ছাড়াই এই টাকা পেতে হলে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

PM কিষাণের টাকা পেতে কী কী কাজ করতে হবে?

যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক না করা থাকে, তাহলে কিষাণ যোজনার টাকা অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। এছাড়াও, ব্যাঙ্ক অ্যাকাউন্টের KYC না করা থাকলে প্রধানমন্ত্রী সম্মান নিধির টাকা আটকে যেতে পারে। ব্যাঙ্ক অ্যাকাউন্টকে আধারের সঙ্গে লিঙ্ক করার পরে, KYC সম্পন্ন হলে সরাসরি টাকা চলে আসবে। এছাড়াও, যদি কৃষক আইডি তৈরি না হয়ে থাকে, সেক্ষেত্রেও ২২তম কিস্তি পেতে দেরি হতে পারে।

এই স্কিমের সুবিধা পেতে কীভাবে E-KYC করবেন?

  • প্রথমে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ যান।
  • হোম পেজে ফার্মার্স কর্নার বিভাগে যান এবং ই-কেওয়াইসি অপশনটি বেছে নিন।
  • এবার e-KYC পৃষ্ঠায় গিয়ে 12 সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
  • আধার নম্বর লিখে সার্চ  অপশনে ক্লিক করুন।
  • এর পরে রেজিস্টার করা মোবাইল নম্বরটি দিতে হবে।
  • নম্বরটি দেওয়ার পর, আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে।
  • OTP প্রবেশ করার পর, সাবমিট অপশনে ক্লিক করুন।
  • সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই ই-কেওয়াইসি হবে।
  • আপনার মোবাইলে একটি SMS আসবে, যেখানে বলা হবে আপনার ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

PM কিষাণের ২২ নম্বর কিস্তি কবে আসবে?

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২২তম কিস্তি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে । তবে, এখনও কোনও আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২১তম কিস্তি দিয়েছিলেন।

PM কিষাণের সুবিধা পেতে কোন কোন নথি জরুরি?

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার প্রধান নথি হল আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস এবং জমির কাগজপত্র। প্রথমে আধার নম্বরটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে। এর সঙ্গে ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স বা NREGA অর্থাৎ VG RAM-G জব কার্ডের মতো অন্য নথিও বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে।

 

POST A COMMENT
Advertisement