PM Kisan Samman Nidhi: এই কৃষকরা পাবেন না পিএম কিষানের ৬,০০০ টাকা, এভাবে চেক করুন

পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন অনেকে। তবে কোন কোন কৃষকরা পিএম কিষানের টাকা পাবেন না? সরকারি নির্দেশিকা না মানলে কিষান সম্মান নিধি যোজনায় আগামী কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না।

Advertisement
এই কৃষকরা পাবেন না পিএম কিষানের ৬,০০০ টাকা, এভাবে চেক করুনপিএম কিষান নিধি
হাইলাইটস
  • পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন অনেকে।
  • তবে কোন কোন কৃষকরা পিএম কিষানের টাকা পাবেন না? 

ভারতের কোটি কোটি কৃষক পিএম কিষান যোজনায় নথিভুক্ত। সরকারের তরফে মেলে বার্ষিক ৬ হাজার টাকা। প্রতি চার মাস অন্তর কিস্তিতে আসে ২ হাজার টাকা। কিন্তু সেই কিস্তির টাকা অনেকে পাবেন না। কারণ বেশ কয়েকটি শর্তপূরণ করতে পারেনি তাঁরা। কী কী-  

কৃষকদের বার্ষিক ৬ হাজার টাকা আর্থিক সাহায্য দেয় মোদী সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় ওই টাকা। প্রতি ৪ মাস অন্তর তিনটি কিস্তিতে কৃষকরা ২০০০ টাকা করে পান। এখনও পর্যন্ত ২০১৯ সাল থেকে প্রকল্পে ১৮টি কিস্তি মুক্তি পেয়েছেন কৃষকরা। পরবর্তী কিস্তির জন্য অপেক্ষা করছেন অনেকে। তবে কোন কোন কৃষকরা পিএম কিষানের টাকা পাবেন না? 

সরকারি নির্দেশিকা না মানলে কিষান সম্মান নিধি যোজনায় আগামী কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। পিএম কিষানে নাম থাকা কৃষকদের ই-কেওয়াইসি করতেই হবে। ই-কেওয়াইসি না করা থাকলে কিস্তি থেকে বঞ্চিত হবেন। 

পিএম কিষান যোজনার পরবর্তী কিস্তি পাওয়ার জন্য এটা বাধ্যতামূলক। এজন্য যেতে হবে প্রধানমন্ত্রী কিষান যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে OTP এর মাধ্যমে গোটা প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।

অনেক কৃষকের জমির রেকর্ড এখনও যাচাই করা হয়নি। সেক্ষেত্রেও প্রধানমন্ত্রী কিষান যোজনার আগামী কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। জেলা কৃষি অফিসে গিয়ে জমির রেকর্ড যাচাই করে নিন। 

ফর্মে কোন ভুল থাকলেও আপনি পিএম কিষান যোজনার কিস্তি থেকে বঞ্চিত হতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল হলে আপনার কিস্তি আটকে যেতে পারে।

আধার কার্ড যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না করা থাকে তাহলেও পিএম কিষান যোজনার টাকা পাওয়া যাবে না। আটকে যাবে পরবর্তী কিস্তি। 

কীভাবে নিজের নাম দেখবেন

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ গিয়ে উপভোক্তার তালিকায় নিজের নাম এবং স্টেটাস দেখতে হবে। প্রধানমন্ত্রী কিষান যোজনা সম্পর্কিত যে কোনও ধরণের সমস্যার জন্য pmkisan-ict@gov.in ইমেল আইডিতে যোগাযোগ করুন কৃষকরা। প্রধানমন্ত্রী কিষান যোজনার হেল্পলাইন নম্বর- ১৫৫২৬১ অথবা ১৮০০১১৫৫২৬ (টোল ফ্রি) অথবা ০১১-২৩৩৮১০৯২। 

Advertisement

POST A COMMENT
Advertisement