গ্যারান্টি ছাড়াই ২০ লক্ষের লোন দিচ্ছে কেন্দ্র, ক্লাস এইট পাশেই আবেদন

ব্যবসা শুরু করতে শুরুতেই লোনের প্রয়োজন পড়ে। কারণ ব্যবসা শুরু করার পুঁজি অনেক সময়ই বহু মানুষের কাছে থাকে না। তবে এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। তরুণদের ব্যবসায় আগ্রহ দিতে যোজনা চালু করেছে মোদী সরকার। পিএম মুদ্রা যোজনার আওতায় ব্যবসা শুরু বা বিস্তার করতে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কেন্দ্র।

Advertisement
গ্যারান্টি ছাড়াই ২০ লক্ষের লোন দিচ্ছে কেন্দ্র, ক্লাস এইট পাশেই আবেদন২০ লক্ষ টাকা লোন দিচ্ছে মোদী সরকার
হাইলাইটস
  • তরুণদের ব্যবসায় আগ্রহ দিতে যোজনা চালু করেছে মোদী সরকার।
  • ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কেন্দ্র।
  • এই লোনে কোনও গ্যারান্টির প্রয়োজন নেই।

ব্যবসা শুরু করতে শুরুতেই লোনের প্রয়োজন পড়ে। কারণ ব্যবসা শুরু করার পুঁজি অনেক সময়ই বহু মানুষের কাছে থাকে না। তবে এই সমস্যা মেটাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র সরকার। তরুণদের ব্যবসায় আগ্রহ দিতে যোজনা চালু করেছে মোদী সরকার। পিএম মুদ্রা যোজনার আওতায়  ব্যবসা শুরু বা বিস্তার করতে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে কেন্দ্র। সবচেয়ে বড় সুবিধা হল, এই লোনে কোনও গ্যারান্টির প্রয়োজন নেই।

কেন্দ্রীয় সরকারের এই স্কিমে আগে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা পাওয়া যেত। তবে সম্প্রতি ঋণের সীমা ২০ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বক্তব্য রাখার সময় এই ঋণের সীমা দ্বিগুণ করা হয়।

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PMMY) আওতায় মূলত  চারটি ভাগে ভাগ করে টাকা দেওয়া হয়। শিশু বিভাগের আওতায় ৫০,০০০ টাকা ঋণ দেওয়া হয়। কিশোর বিভাগের আওতায় ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। তরুণ বিভাগের আওতায় পাওয়া যায় ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ এবং তরুণ প্লাস-এর আওতায় ১০ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। 

২০১৫ সালে মোদী সরকার এই যোজনা চালু করেছিল। যারা  নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করতে চান, মূলত তাঁদের জন্যই এই স্কিমটি চালু করেছিল কেন্দ্র। যে কোনও ভারতীয় নাগরিক এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারেন। এক্ষেত্রে কোনও শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই।

কোন কোন ডকুমেন্টস লাগবে?

এই স্কিমের আওতায় ঋণ পেতে হলে আধার কার্ড, প্যান কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি, একটি ব্যবসায়িক পরিকল্পনা, কেওয়াইসি ডকুমেন্টস এবং আয়ের প্রমাণপত্র থাকা জরুরি।

https://www.mudra.org.in/ ওয়েবসাইটে গিয়ে  যে কোনও ব্যক্তি এই স্কিমে আবেদন করতে পারবেন। এছাড়াও, ব্যাঙ্কের মাধ্যমেও এই স্কিমে আবেদন করা যেতে পারে।

 

POST A COMMENT
Advertisement