Post Office Scheme: ব্যাঙ্ক FD-র থেকে বেশি সুদ পোস্ট অফিসের এই স্কিমে, মাসে মাসে রিটার্ন

পোস্ট অফিস ন্যাশনাল মাসিক ইনকাম অ্যাকাউন্ট বা পোস্ট অফিস এমআইএস স্কিমগুলির জন্য সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিনিয়োগ স্কিমে বেশি রিটার্ন দেয় পোস্ট অফিস। সেই সঙ্গে রয়েছে সুরক্ষার গ্যারান্টিও।  

Advertisement
ব্যাঙ্ক FD-র থেকে বেশি সুদ পোস্ট অফিসের এই স্কিমে, মাসে মাসে রিটার্নPost Office Scheme পোস্ট অফিস স্কিম
হাইলাইটস
  • পোস্ট অফিস ন্যাশনাল মাসিক ইনকাম অ্যাকাউন্ট বা পোস্ট অফিস এমআইএস স্কিমগুলির জন্য সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।
  • বিনিয়োগ স্কিমে বেশি রিটার্ন দেয় পোস্ট অফিস। সেই সঙ্গে রয়েছে সুরক্ষার গ্যারান্টিও।   

Post Office National Savings Monthly Income Account: ভবিষ্যতের কথা ভেবে পোস্ট অফিসের সঞ্চয় ঝুঁকিহীন। মোটা রিটার্ন এবং ঝুঁকি না নিয়ে সঞ্চয় করতে চাইলে পোস্ট অফিসকে ভেবে দেখা যেতে পারে। পোস্ট অফিসের এই স্কিমে সুদের হার ৬.৬ শতাংশ। যা ব্যাঙ্কের স্থায়ী আমানতের সুদের হারের চেয়ে বেশি। 

পোস্ট অফিস ন্যাশনাল মাসিক ইনকাম অ্যাকাউন্ট বা পোস্ট অফিস এমআইএস স্কিমগুলির জন্য সুদের হার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বিনিয়োগ স্কিমে বেশি রিটার্ন দেয় পোস্ট অফিস। সেই সঙ্গে রয়েছে সুরক্ষার গ্যারান্টিও।   

এমআইএস করাতে চাইলে ন্যূনতম ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ১০০০ টাকার গুণিতকে বিনিয়োগ করতে পারবেন মাসিক সঞ্চয় প্রকল্পে। একটি সিঙ্গল অ্যাকাউন্টের জন্য সর্বাধিক বিনিয়োগের সীমা ৪.৫ লক্ষ টাকা। যৌথ অ্যাকাউন্টের জন্য ৯ লক্ষ টাকা সর্বোচ্চ সীমা৷ কোনও ব্যক্তি এমআইএস-এ সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। 

শিশুদের MIS অ্যাকাউন্ট?

পোস্ট অফিস MIS অ্যাকাউন্ট নাবালকের নামে খুলতে পারেন অভিভাবাক।  তবে বয়স ১০ বছরের বেশি হওয়া দরকার। প্রতি মাসে অর্জিত সুদ দিয়ে অভিভাবকরা  সন্তানদের স্কুলের ফি পরিশোধ করতে পারেন। অথবা সন্তানের টিউশন ফি হিসেবে খরচ করতে পারেন অভিভাবকরা। 

এমআইএসে মাসিক সুদের হিসাব

সিঙ্গল অ্যাকাউন্ট খুলে ২ লক্ষ টাকা জমা করতে চাইলে বর্তমান সুদের হারে প্রতি মাসে ১,১০০ টাকা পাওয়া যাবে। সন্তানের নামে ৩.৫০ লক্ষ টাকা বিনিয়োগ করলে সুদ হিসেবে মাসে মিলবে ১,৯২৫ টাকা। সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা জমা করলে প্রতি মাসে মিলবে ২,৪৭৫ টাকা। 

আরও পড়ুন- নোট বাতিল করবে এবার ব্যাঙ্কই, বড় সিদ্ধান্ত RBI-র

POST A COMMENT
Advertisement