Post Office Scheme: একবার বিনিয়োগেই বছরে ২.৪৬ লাখ টাকা সুদ! পোস্ট অফিসের এই স্কিমে মালামাল রিটার্ন

Post Office Savings Scheme: অবসরজীবনের সঞ্চয় কোথায় রাখবেন? ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের পাশাপাশি পোস্ট অফিসের স্কিমও কিন্তু বেশ ভাল অপশন হতে পারে।

Advertisement
একবার বিনিয়োগেই বছরে ২.৪৬ লাখ টাকা সুদ! পোস্ট অফিসের এই স্কিমে মালামাল রিটার্নপোস্ট অফিস স্কিম
হাইলাইটস
  • পোস্ট অফিসের বেশ কিছু দুর্দান্ত স্কিম আছে।
  • ডাকঘরেও তাই কিছু টাকা জমাতে পারেন।
  • বিশেষত, যাঁদের পেনশন নেই, তাঁদের এই বিষয়ে আলাদা করে পরিকল্পনা করা প্রয়োজন।

Post Office Savings Scheme: অবসরজীবনের সঞ্চয় কোথায় রাখবেন? ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের পাশাপাশি পোস্ট অফিসের স্কিমও কিন্তু বেশ ভাল অপশন হতে পারে। পোস্ট অফিসের একাধিক বিনিয়োগের সুযোগ রয়েছে। বিশেষত যাঁদের পেনশন নেই, তাঁদের জন্য এই স্কিমই ভবিষ্যতের বড় ভরসা হয়ে দাঁড়াতে পারে।

তেমনই একটি স্কিম হল পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS)। এই স্কিমে বিনিয়োগ করলে মাসে ২০ হাজার টাকার বেশি আয় নিশ্চিত। bangla.aajtak.in-এর এই প্রতিবেদনে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বিষয়ে জানতে পারবেন।

পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম

এই স্কিমে বর্তমানে সুদের হার ৮.২ শতাংশ। যদি কোনও ব্যক্তি তাঁর সারা জীবনের সঞ্চয় বা সম্পত্তি বিক্রি করে ৩০ লক্ষ টাকা জমা করেন, তবে এই স্কিমে এককালীন বিনিয়োগের মাধ্যমে বছরে প্রায় ২.৪৬ লক্ষ টাকা সুদ পাবেন। প্রতি মাসে হিসেব করলে তা দাঁড়ায় প্রায় ২০,৫০০ টাকা। অর্থাৎ, একবার টাকা জমা দিলেই মাসে ২০ হাজার টাকা ঘরে বসেই আসবে। পেনশন না থাকলে এই আয়ই বড় সহায় হয়ে দাঁড়াতে পারে।

এক নজরে জেনে নিন পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বিষয়ে।
এক নজরে জেনে নিন পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের বিষয়ে।

কারা এই স্কিমে টাকা জমা করতে পারবেন?

এই স্কিমে লগ্নি করতে হলে আপনার বয়স হতে হবে ন্যূনতম ৬০ বছর। যদি সরকারি কর্মী স্বেচ্ছাবসর নিয়ে থাকেন, সেক্ষেত্রে ৫৫-৬০ বছর বয়সের মধ্যেই অ্যাকাউন্ট খোলা যাবে। ডিফেন্স কর্মীদের ক্ষেত্রে বয়সসীমা ৫০-৬০ বছর।

কীভাবে অ্যাকাউন্ট খুলবেন?

আপনার নিকটবর্তী যেকোনও পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের অ্যাকাউন্ট খুলতে পারবেন। চাইলে সিঙ্গেল বা জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে। মাত্র ১,০০০ টাকা জমা করেই অ্যাকাউন্ট খোলার প্রসেস শুরু করতে পারবেন।

এই স্কিমের আরও কিছু সুবিধা

  • স্কিমের মেয়াদ ৫ বছর। চাইলে আরও ৩ বছর বাড়াতে পারবেন।

  • আয়কর আইনের 80C ধারা অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন।

  • প্রয়োজনে যে কোনও সময়ে অ্যাকাউন্ট বন্ধ করতে পারবেন। তবে ১ বছরের মধ্যে বন্ধ করলে কোনও সুদ পাবেন না। ১-২ বছরের মধ্যে বন্ধ করলে ১.৫% সুদ কেটে নেওয়া হবে। ২-৫ বছরের মধ্যে বন্ধ করলে ১% সুদ কাটা হবে।

সুদের উপর কর

যদি সুদের টাকা ৫০ হাজারের বেশি হয়, তাহলে TDS কাটা হবে। তবে ফর্ম 15G বা 15H জমা করলে করের বোঝা কমবে। এই বিষয়ে অবশ্যই আপনার ট্যাক্স বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।

এই স্কিম এত জনপ্রিয় কেন ?

সেফ বিনিয়োগ, সরকারের গ্যারান্টি, চড়া সুদের হার এবং কর ছাড়, সব দিক মিলিয়ে পোস্ট অফিস সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বর্তমানে অবসরপ্রাপ্তদের জন্য দেশের সেরা স্কিমগুলির মধ্যে অন্যতম। তাই, আর দেরি না করে আজই এই স্কিমে বিনিয়োগের পরিকল্পনা শুরু করুন। 

Advertisement

POST A COMMENT
Advertisement