Post Office SSY: মাত্র ৪০০ টাকা থেকেই হবে ৭০ লাখ! পোস্ট অফিসের মালামাল স্কিম

Post Office SSY: পোস্ট অফিসে মাত্র ৪০০ টাকার বিনিয়োগ। তাতেই একসময়ে ৭০ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না? তার একটি হিসাবও দেওয়া হল এই প্রতিবেদনের শেষে। শর্ত একটাই, নিয়মিত বিনিয়োগ করতে হবে।

Advertisement
মাত্র ৪০০ টাকা থেকেই হবে ৭০ লাখ! Post Office এর মালামাল স্কিমমাত্র ৪০০ টাকা থেকে ৭০ লক্ষ টাকা!
হাইলাইটস
  • সাধারণ ফিক্সড ডিপোজিটের চেয়েও বেশি রিটার্ন মেলে। ত
  • শর্ত একটাই, নিয়মিত ও সঠিকভাবে আপনাকে টাকা বিনিয়োগ করতে থাকতে হবে।
  • বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২% সুদ দিচ্ছে পোস্ট অফিস।

Post Office SSY: পোস্ট অফিসে মাত্র ৪০০ টাকার বিনিয়োগ। তাতেই একসময়ে ৭০ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না? তার একটি হিসাবও দেওয়া হল এই প্রতিবেদনের শেষে। শর্ত একটাই, নিয়মিত বিনিয়োগ করতে হবে। অনেকেই শুরুতে আগ্রহ নিয়ে টাকার সঞ্চয় শুরু করেন। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই অভ্যাস হারিয়ে ফেলেন। ফলে অ্যাকাউন্ট ম্যাচিওর হলেও মোটা রিটার্ন হাতে আসে না। অথচ নিয়ম মেনে টাকা জমালে ভবিষ্যতে বড় অঙ্কের মুনাফা করা সম্ভব। পোস্ট অফিসের এমনই একটি দুর্দান্ত সরকারি প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। বর্তমানে এই স্কিমে পোস্ট অফিসে বার্ষিক ৮.২% সুদ পাবেন। তাও আবার সম্পূর্ণ করমুক্ত।

বছরে কত টাকা জমাতে পারবেন?
এই অ্যাকাউন্ট শুধুমাত্র কন্যাসন্তানের নামে খোলা যাবে। মেয়ের উচ্চশিক্ষা কিংবা বিয়ের খরচ সামলাতে এখানে বিনিয়োগ শুরু করতে পারেন। ন্যূনতম বার্ষিক ২৫০ টাকা জমা করতে হবে। সর্বাধিক ১.৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। মেয়ের বয়স ১০ বছরের কম হলে অ্যাকাউন্ট খোলা যাবে। এক পরিবারে দু’জন মেয়ের নামে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। যমজ হলে তিনজনের জন্যও অ্যাকাউন্ট খোলা যাবে।

অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর পর্যন্ত টাকা জমাতে হবে। কোনও বছর অন্তত ২৫০ টাকা জমা না দিলে অ্যাকাউন্ট ডিফল্ট হবে। তবে চাইলে পরে পোস্ট অফিসে গিয়ে আবার অ্যাক্টিভেট করা যাবে।

টাকা তোলার নিয়ম
মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত অ্যাকাউন্ট বাবা-মাই চালাবেন। ১৮ বছর পূর্ণ হলে তারপর থেকে টাকা তুলতে পারবেন।

ম্যাচুরিটি কবে?
অ্যাকাউন্ট খোলার ২১ বছর পর ম্যাচুরিটি হবে। জমা দিতে হবে প্রথম ১৫ বছর।

৪০০ টাকা থেকে ৭০ লক্ষ টাকা
ধরুন মাসিক আয় ₹৪০,০০০। সেক্ষেত্রে প্রতি মাসে যদি ₹১২,৫০০ এই স্কিমে জমা করেন, তাহলে বছরে দাঁড়াবে প্রায় ₹১.৫ লক্ষ। অর্থাৎ প্রতিদিন মাত্র ৪০০ টাকা সঞ্চয়। মেয়ের বয়স ৫ বছর থেকে শুরু করে টানা ১৫ বছর এভাবে জমাতে হবে। প্রথমে টাকার অঙ্ক বেশি মনে হলেও, সময়ের সঙ্গে আয় বাড়লে আর সমস্যা হবে না। চাইলে আয় অনুযায়ী বিনিয়োগের পরিমাণ কমানোও যাবে।

Advertisement

২১ বছর পর ম্যাচুরিটি হলে মোট টাকা দাঁড়াবে ₹৬৯,২৭,৫৭৮। এর মধ্যে সুদ থেকেই আয় হবে ₹৪৬,৭৭,৫৭৮। মোট বিনিয়োগ ₹২২,৫০,০০০ হলেও সুদ মিলে বিনিয়োগের দ্বিগুণেরও বেশি রিটার্ন আসবে।

অর্থাৎ, সুকন্যা সমৃদ্ধি যোজনা শুধু কন্যাসন্তানের ভবিষ্যৎই নয়, গোটা পরিবারের রিটায়ারমেন্ট ফান্ড গঠনেরও সুযোগ দিচ্ছে। প্রায় ৭০ লক্ষ টাকা হাতে আসা যে খারাপ নয়, একথা বলাই বাহুল্য।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement