Best Investment Plan: ৯ বছর জমান, বাকি জীবন বসে খান, 2026 এ সেরা এই সরকারি স্কিম

নয় বছর। একটু কষ্ট করে জমান। তারপর বাকি জীবন বসে খান। শুনে অবাক লাগছে? না, শেয়ার, মিউচুয়াল ফান্ডের গল্প নয়। একেবারে সরকারি, নিরাপদ স্কিমেই সম্ভব।

Advertisement
৯ বছর জমান, বাকি জীবন বসে খান, 2026 এ সেরা এই সরকারি স্কিম এই প্রতিবেদনে PPF এ বিনিয়োগের মাধ্যমে মোটা টাকা জমানোর ফর্মুলা দেওয়া হল।
হাইলাইটস
  • সরকারি, নিরাপদ স্কিমেই সম্ভব।
  • PPF এ বিনিয়োগের মাধ্যমে মোটা টাকা জমানোর ফর্মুলা দেওয়া হল।
  • পিপিএফের সুদের হার দীর্ঘ দিন ধরেই অপরিবর্তিত।

PPF interest rate 2026: নয় বছর। একটু কষ্ট করে জমান। তারপর বাকি জীবন বসে খান। শুনে অবাক লাগছে? না, শেয়ার, মিউচুয়াল ফান্ডের গল্প নয়। একেবারে সরকারি, নিরাপদ স্কিমেই সম্ভব। খালি প্রয়োজন সঠিক প্ল্যানিং। আসলে সময় থাকতেই অনেকে সঠিক ইনভেস্টমেন্ট শুরু করে দেন। এর ফলে পরবর্তী জীবন অনেকটা নিশ্চিন্তে, আরামে কাটাতে পারেন। কিন্তু সেই সঠিক ধারণাটুকুই অনেকের থাকে না। চিন্তা নেই, এই প্রতিবেদনে PPF এ বিনিয়োগের মাধ্যমে মোটা টাকা জমানোর ফর্মুলা দেওয়া হল। একেবারে সহজ ব্যাখ্যা।

PPF এ সুদের হার কত?
৩১ ডিসেম্বর, ২০২৫ এ অর্থ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষের জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)-এর সুদের হারে কোনও পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ, নতুন বছর ২০২৬-এর প্রথম তিন মাসেও পিপিএফে বিনিয়োগ করলে ৭.১ শতাংশ হারে করমুক্ত সুদ পাওয়া যাবে।

আসলে, পিপিএফের সুদের হার দীর্ঘ দিন ধরেই অপরিবর্তিত। তথ্য বলছে, ১ এপ্রিল, ২০২০ থেকে এখনও পর্যন্ত পিপিএফে সুদের হার ৭.১ শতাংশেই রয়েছে। তার আগে, ১ জুলাই, ২০১৯ থেকে ৩১ মার্চ, ২০২০ পর্যন্ত পিপিএফে সুদের হার ছিল ৭.৯ শতাংশ। আরও পিছনে তাকালে দেখা যাবে, ১ অক্টোবর, ২০১৮ থেকে ৩০ জুন, ২০১৯ পর্যন্ত এই প্রকল্পে সুদের হার ছিল ৮ শতাংশ।

কে কারা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন?
নিয়ম অনুযায়ী, যে কোনও প্রাপ্ত বয়স্ক ভারতীয় নাগরিক নিজের নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। পাশাপাশি, কোনও অপ্রাপ্তবয়স্ক বা মানসিক ভাবে অসুস্থ ব্যক্তির হয়ে অভিভাবক অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে শর্ত একটাই; পোস্ট অফিস বা কোনও ব্যাঙ্ক মিলিয়ে একজনের নামে একটির বেশি পিপিএফ অ্যাকাউন্ট রাখা যাবে না।

বছরে সবচেয়ে বেশি কত টাকা জমানো যায়?
পিপিএফে বিনিয়োগের সুবিধাও কম নয়। বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত জমা করা যায়। এই বিনিয়োগের উপর আয়কর আইনের ৮০সি ধারায় করছাড় পাওয়া যায়।

Advertisement

এই সুবিধা কেবল পুরনো কর কাঠামোর ক্ষেত্রেই প্রযোজ্য। তবে, পিপিএফ অ্যাকাউন্ট থেকে প্রাপ্ত সুদ এবং মেয়াদ শেষে তোলা সম্পূর্ণ টাকা; দুই ক্ষেত্রেই পুরনো ও নতুন, দুই কর ব্যবস্থাতেই এক পয়সাও Tax কাটবে না।

মিনিমাম বিনিয়োগ বছরে ৫০০ টাকা। তাই দেড় লক্ষ টাকাই যে রাখতে হবে, তার কোনও মানে নেই।

তাছাড়া করমুক্ত হওয়ায় এটি ছোটখাটো, লো পারফর্মিং(৮% এর আশেপাশে) শেয়ারের তুলনায় ভাল। কারণ ট্যাক্স দিতে হচ্ছে না। তাছাড়া বাজারের ওঠানামা, সিকিউরিটি নিয়েও চাপ নিতে হবে না।

লম্বা রেসের ঘোড়া হতে হবে
এই প্রকল্পের মেয়াদ ১৫ বছর। অনেকেই মনে করেন, কমপক্ষে প্রথম ১৫ বছর ন্যূনতম বিনিয়োগ চালিয়ে যাওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে, নির্দিষ্ট মেয়াদ শেষে পুরো অঙ্ক ফের বিনিয়োগ করা উচিত। অর্থাৎ, পুরো টাকা তুলে নিয়ে সেটা মান্থলি ইনকাম স্কিম, ফিক্সড ডিপোজিট জাতীয় স্থানে বিনিয়োগ করা উচিত। সেটা করলেই মোটা টাকা সুদবাবদ আয় আসতে থাকবে। সংসার খরচ নিয়ে আর চিন্তা করতে হবে না।

তবে টানা ১৫ বছর দেড় লক্ষ টাকা না দিতে পারলেও হবে। হিসাব বলছে, প্রথম ৯-১০ বছর দেড় লক্ষ টাকা করে জমাতে পারলেও অনেক।

সেক্ষেত্রেও পরে ১ লক্ষ টাকা করে বার্ষিক সুদ জমতে শুরু করবে। সেটাও নেহাত মন্দ নয়। ফলে অর্থের অপচয়, বিলাসিতা করবেন, নাকি এখন একটু কষ্ট করে বাকি জীবন নিশ্চিন্তে কাটাবেন? চয়েস আপনার।

কত টাকা জমবে?
হিসাব অনুযায়ী, ২০ বছর ধরে (১৫ বছর মূল মেয়াদ এবং ৫ বছর এক্সটেনশন) বছরে ১.৫ লক্ষ টাকা করে বিনিয়োগ করা উচিত। সেক্ষেত্রে আপনার মোট বিনিয়োগের অঙ্ক দাঁড়াবে ৩০ লক্ষ টাকা।

৭.১ শতাংশ হারে চক্রবৃদ্ধি আরোপ হবে। ফলে টোটাল ম্যাচিওর অ্যামাউন্ট দাঁড়াবে ৬৬ লক্ষ টাকা। এর মধ্যে প্রায় ৩৬.৫ লক্ষ টাকা শুধুই সুদ। সবটাই করমুক্ত।

তাহলে ভাবুন, এই ৩৬ লক্ষ টাকা আপনার বিনা পরিশ্রমে আয় হচ্ছে। এর জন্য আপনাকে বাড়তি কিছু করতে হচ্ছে না। শুধুমাত্র ধৈর্য্য ধরা।

আরও একটি গুরুত্বপূর্ণ দিকটি হল, পিপিএফ অ্যাকাউন্টে জমা টাকা কোনও আদালতের আদেশে বাজেয়াপ্ত করা যায় না। অর্থাৎ, আইনি জটিলতা থাকলেও এই সঞ্চয় সুরক্ষিত থাকে। সব মিলিয়ে, নতুন বছরেও পিপিএফ যে দীর্ঘমেয়াদি নিরাপদ বিনিয়োগের অন্যতম সেরা অপশন, তা কার্যত আরও এক বার স্পষ্ট করে দিল কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত।

POST A COMMENT
Advertisement