দুর্গাপুজোর ছুটিতে (Puja Vacation 2022) বেড়াতে যাওয়া ভ্রমণপিপাসু বাঙালির বরাবরের অভ্যাস। তবে গত ২ বছর অবশ্য করোনার কারণে সেই অভ্যাসে কিছুটা ছেদ পড়েছিল। কিন্তু এবার এখনও পর্যন্ত পরিস্থিতিত অনেকটাই ঠিকঠাক। তাই এবার আর পুজোর ছুটিতো ঘরে বসে থাকতে রাজি নয় আমবাঙালি। অনেকেই ইতিমধ্যে সেরে ফেলেছেন পুজোয় বেড়াতে যাওয়ার প্ল্যানিং। সেই অনুযায়ী শুরু হয়ে গিয়েছে টিকিট কাটার পর্বও।
এই বছর অক্টোবর (October) মাসের শুরুতেই পুজো। ১ তারিখ ষষ্ঠী এবং ২ অক্টোবর সমপ্তী। এই দুদিনের জন্য ট্রেনের রিজার্ভেশন প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে গত শুক্র ও শনিবার। জানা যাচ্ছে, বুকিং শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই নাকি বুক হয়ে গিয়েছে সমস্ত টিকিট। এমনকি ওয়েটিং লিস্টও নাকি পৌঁছেছে সাটড়ে তিনশো পর্যন্ত।
জানা যাচ্ছে, মূলত উত্তরের (North India) দিকেই গন্তব্য যাত্রীদের। সেক্ষত্রে সিমলা, কুলু, মানালি, নৈনিতাল, দিল্লি, হরিদ্বারের মতো জায়গাগুলিতেই বেশি ভিড় জমাতে পারেন পর্যটকরা। অনেকে আবার এই পুজোর ডেস্টিনেশন হিসেবে উত্তরবঙ্গকেও (North Bengal) বেছে নিচ্ছেন।
যাত্রীদের সুবিধার্থে এবং টিকিটের চাহিদার কথা মাথায় রেখে হাওড়া (Howrah) ও শিয়ালদা (sealdah) শাখায় রবিবারও রিজার্ভেশান কাউন্টার খুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। তবে অন্যান্য দিনের মতো নয়, রবিবার শুধুমাত্র সকাল ৮টা থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে রিজার্ভেশন কাউন্টার।
আরও পড়ুন - মাধ্যমিক পাশেই ব্যাঙ্কে চাকরি, এভাবে করুন আবেদন