scorecardresearch
 

RBI New Guideline For 2000 Not Exchange: ২০০০ টাকার নোট বদল নিয়ে বড় আপডেট, ফের নয়া নির্দেশিকা RBI-র

RBI New Guideline For 2000 Not Exchange: RBI শুক্রবার চালু ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছে। বলা হয়েছে যে এই মুদ্রা নোট চালু করার উদ্দেশ্য পূরণ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে যে ২০০০ টাকার নোট একটি আইনি দরপত্র হিসাবে অব্যাহত থাকবে। তবে এটি মানুষকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে বিনিময়/জমা করতে অনুরোধ করা হয়েছে। তবে তার জন্য নির্দেশিকা জারি করেছে কীভাবে বদলাতে হবে এই নোট। জেনে নিন...

Advertisement
২০০০ টাকার নোট বদলের নিয়ম নিয়ে ফের নয়া নির্দেশিকা জারি করল RBI ২০০০ টাকার নোট বদলের নিয়ম নিয়ে ফের নয়া নির্দেশিকা জারি করল RBI
হাইলাইটস
  • ২০০০ টাকার নোট বদলাতে SBI-এর নয়া নির্দেশ
  • কোনও ফর্ম, পরিচয়পত্রের প্রয়োজন নেই,
  • এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও হবে

RBI New Guideline For 2000 Not Exchange: গত শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) ২০০০ টাকার সমস্ত নোট (200 Rupees Note) বাতিল করার ঘোষণা করেছে এবং ২৩ মে, ২০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) দেশের সমস্ত ব্যাংককে এর জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। কিন্তু গত দু'দিন ধরে সবচেয়ে বেশি কনফিউশন তৈরি হয়েছে ২০০০ টাকার নোট বদলানোর প্রক্রিয়া নিয়ে। এটি জমা দিতে ব্যাংকে গিয়ে ফর্ম ভরতে হবে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রিজার্ভ ব্যাংক এখন এ বিষয়ে কনফিউশন দূর করে দিয়েছে। রিজার্ভ ব্যাংক পরিষ্কার জানিয়ে দিয়েছে, দু'হাজার টাকার নোটের ডাটা মেন্টেন রাখার জন্য ব্যাংকে প্রত্যেক ডিপোজিটের ক্ষেত্রে এক্সচেঞ্জের উপর ফর্ম ভরতে হবে।

আরও পড়ুনঃ ভারতে প্রথম কত টাকার নোট ছাপা হয়েছিল? জানেন কবে সরল কিং জর্জের মুখ

আরও পড়ুনঃ UPI-তে ভুল করে অন্য কাউকে টাকা পাঠিয়ে দিয়েছেন? কীভাবে ফেরত পাবেন জেনে রাখুন

ব্যাংকে রোজ ডেটা তৈরি করতে হবে

রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তি কান্ত দাস (Reserve Bank Governor) জানিয়েছেন যে ২০০০ টাকার সমস্ত নোটের হিসাব রাখা হবে। রিজার্ভ ব্যাংক নিজেদের ওয়েবসাইটে জারি সার্কুলারে জানিয়েছে যে, ২০০০ টাকার নোট জমা করার বদলে দৈনিক ডাটা তৈরি করতে হবে। যখন এটি চাওয়া হবে তখন সেটি রিজার্ভ ব্যাংকে জমা করতে হবে।

ফর্মে দিতে হবে তথ্য

রিজার্ভ ব্যাংক ফর্ম-এ একটি কমেন্টে বক্স রেখেছে। যেখানে ব্যাংকের নাম, তারিখ, নোট এক্সচেঞ্জ এর অ্যামাউন্ট এবং মোট এমাউন্ট ভর্তি করতে হবে। এই ফর্ম ব্যাংকের কর্মচারীরা ভরবেন ব্যাংক কর্মচারীদের সমস্ত গ্রাহকের ডেটা তৈরি করবে।

Advertisement

যদিও কেন্দ্রীয় ব্যাংক লোকেদের জানিয়েছে যে, যার কাছে ২০০০ টাকার নোট রয়েছে বা ২৩ মে থেকে ৩০ সেপ্টেম্বর ২০০২৩-এর মধ্যে সে টাকা জমা করে বদলে নেবে। আরবিআই এর গভর্নর শক্তি কান্ত দাস মানুষের কাছে আপিল করেছেন যে নোট বদলানো নিয়ে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। লোকেদের কাছে চার মাসের বেশি সময় রয়েছে। তারা খুব সহজেই যেকোন ব্যাংকে টাকা নিতে পারবেন।

এই পলিসি অনুযায়ী আরবিআই পদক্ষেপ করছে

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট বদলের জন্য ক্লিন নোট পলিসি (Clean Note Policy) অনুযায়ী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এই পলিসি অনুযায়ী আরবিআই ধীরে ধীরে ২০০০ টাকা নোট বাজার থেকে ফিরিয়ে নেবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী আপাতত ৩.৬২ লাখ কোটি টাকা ২০০০ টাকার নোট সার্কুলেশনে রয়েছে। কিন্তু ট্রানজেকশনের পরিমাণ খুব কম। তাই এই সিদ্ধান্ত।

 

Advertisement