Retirement Planning in India: অল্প বয়সে টাকা জমালে কি সত্যিই অবসর পর্যন্ত তা থাকবে? হিসাব যা বলছে

যাঁরা ২০ বা ৩০ এর কোঠায়, তাঁদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। তাঁরা ভাবেন, এখন বাঁচব না তো কবে বাঁচব! অবশ্য অনেকে এই যুক্তিও দেন যে, মূল্যবৃদ্ধি যে হারে বাড়ে, তাতে আজ কয়েক হাজার টাকা জমালেও ৩০ বছর পর তার মূল্য থাকবে না। সত্যিই কি তাই?

Advertisement
অল্প বয়সে টাকা জমালে কি সত্যিই অবসর পর্যন্ত তা থাকবে? হিসাব যা বলছেএখন থেকে টাকা জমাবেন? নাকি তাতে কোনও লাভ নেই?
হাইলাইটস
  • অনেকেই ভাবেন, 'এখনই সঞ্চয় শুরু করে কোনও লাভ আছে?'
  • বিশেষ করে যাঁরা ২০ বা ৩০ এর কোঠায়, তাঁদের মধ্যে এই প্রবণতা দেখা যায়।
  • সত্যিই কি তাই? সেই হিসাবই করা হল bangla.aajtak.in এর এই প্রতিবেদনে।

How to Save Retirement Money: টাকা জমাতে গিয়ে অনেকেই ভাবেন, 'এখনই সঞ্চয় শুরু করে কোনও লাভ আছে?' বিশেষ করে যাঁরা ২০ বা ৩০ এর কোঠায়, তাঁদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। তাঁরা ভাবেন, এখন বাঁচব না তো কবে বাঁচব! অবশ্য অনেকে এই যুক্তিও দেন যে, মূল্যবৃদ্ধি যে হারে বাড়ে, তাতে আজ কয়েক হাজার টাকা জমালেও ৩০ বছর পর তার মূল্য থাকবে না। সত্যিই কি তাই? সেই হিসাবই করা হল bangla.aajtak.in এর এই প্রতিবেদনে।

ধরুন আপনার মাসিক বেতন ৩০,০০০ টাকা, বয়স মাত্র ২৮ বছর। ৬০ বছর বয়সে অবসর নেবেন। সেক্ষেত্রে অবসর জীবনে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে হলে এখন থেকেই সঞ্চয় করা কতটা যুক্তিযুক্ত? চলুন সহজ ভাষায় সেই হিসাবটা দেখে নিই।

রিটায়ারমেন্ট প্ল্যানিং
অবসরের জন্য পরিকল্পনা করার সময় তিনটি বিষয় মাথায় রাখা জরুরি,

বেতন বৃদ্ধির হার: আপনার চাকরি বা ব্যবসায় আয় অল্প করে হলেও প্রতি বছর বাড়াতে হবে। এক্ষেত্রে হিসাবের সুবিধার জন্য বছরে গড়ে ৮% হারে বেতন বাড়ছে বলে ধরা হল।

মূল্যবৃদ্ধি: জিনিসপত্রের দাম সময়ের সঙ্গে বাড়বে। এক্ষেত্রে গড় মুদ্রাস্ফীতি ৬% থেকে ৭% ধরা হল।

বিনিয়োগের রিটার্ন: সঞ্চয় বা বিনিয়োগ থেকে গড় রিটার্ন ১০% থেকে ১২% ধরা হয়েছে।

এই হিসাব অনুযায়ী ৩২ বছর পর, যখন আপনার বয়স ৬০ হবে, তখন বর্তমানের ৩০,০০০ টাকার সমমূল্যের মাসিক খরচ হতে পারে প্রায় ₹২.৫ থেকে ৩ লক্ষ টাকা।

যদি অল্প বয়সে সঞ্চয় শুরু করেন
ধরুন আপনি এখন থেকেই মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করছেন। মিউচুয়াল ফান্ড বা পিপিএফের মতো স্কিমে টাকা রাখছেন। 

৩২ বছর পরে আপনার করপাস দাঁড়াবে প্রায় ১.৭ কোটি টাকা। এই টাকা থেকে মাসে প্রায় ৫০,০০০ টাকা সুদবাবদ আয় হতে পারে। অবসর জীবনের খরচের বড় অংশ মেটাতে সাহায্য করবে।

এবার ভাবুন, যদি এখন না করে ৩৮ বছর বয়স থেকে সঞ্চয় শুরু করেন, সেক্ষেত্রে একই বিনিয়োগে করপাস দাঁড়াবে মাত্র ৫০ থেকে ৬০ লক্ষ টাকা। ফলে অবসর জীবনে মাসিক খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।

Advertisement

মুদ্রাস্ফীতিই আসল খলনায়ক

অনেকেই ভাবেন, 'এত তাড়াহুড়ো কেন?' কিন্তু বাস্তবে মুদ্রাস্ফীতির কারণে আপনার সঞ্চয়ের প্রকৃত মূল্য সময়ের সঙ্গে কমে যায়। আজ বাজার করতে যে পরিমাণে খরচ হচ্ছে, আগামী ৩০ বছরে সেই খরচ প্রায় ৮ থেকে ১০ গুণ বেড়ে যেতে পারে। তাই অল্প বয়সে সঞ্চয় শুরু করাই একমাত্র বুদ্ধিমানের কাজ হবে।

স্মার্ট বিনিয়োগ করুন

SIP (Systematic Investment Plan): অল্প অল্প পরিমাণে মিউচুয়াল ফান্ডে নিয়মিত বিনিয়োগ করুন। তবে না জেনে বুঝে এই লাইনে এগোবেন না। সমস্তটা বুঝে, পড়াশোনা করে তবেই বিনিয়োগ করুন। নয়তো টাকা লোকসানও হতে পারে। আর সমস্ত টাকা কখনই এখানে রেখে দেবেন না।

পিপিএফ বা ইপিএফ: ঝুঁকিহীন। সঞ্চয়ের অর্ধেক বা তারও বেশি এখানেই রাখুন। কোনও এফডি বা এসআইপি ম্যাচিওর হলে তার অংশও এখানে ফেলে দিন। এর ফল দীর্ঘমেয়াদে পাবেন।

স্টক বা ইকুইটি ফান্ড: দীর্ঘ মেয়াদে হাই রিটার্নের জন্য ভাল অপশন। তবে এক্ষেত্রেও শেয়ার বাজারের নলেজ প্রয়োজন। না জেনে বুঝে বিনিয়োগ করলে লস নিশ্চিত।

স্বাস্থ্যবিমা: অবসর পরিকল্পনায় স্বাস্থ্যবিমাও রাখতে ভুলবেন না। নিয়মিত হেলথ ইনস্যুরেন্স রাখুন। নয় তো সঞ্চয় এক লহমায় কোনও মেডিক্যাল এমার্জেন্সিতেই বেরিয়ে যেতে পারে।

বিশেষজ্ঞদের পরামর্শ
আর্থিক বিশেষজ্ঞদের মতে, যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন, তত বেশি কম্পাউন্ডিং ইফেক্ট পাবেন। কম্পাউন্ডিং মানে সহজ বাংলায় চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ, বছরে বছরে যে সুদ পাবেন, তার উপরেও তার পরের বছরগুলিতে সুদ চাপবে। এভাবে লাফিয়ে লাফিয়ে টাকা বাড়তে থাকবে।

মনে রাখবেন, অল্প বয়সে সঞ্চয় শুরু করলে অবসর জীবনে আর্থিক স্বাচ্ছন্দ্য থাকবে। ২৮ বছর বয়সে যদি মাত্র ৫,০০০ টাকা দিয়েই বিনিয়োগ শুরু করেন, ভবিষ্যতে কোনও আর্থিক দুশ্চিন্তা ছাড়াই শান্তিপূর্ণ অবসর জীবন যাপন করতে পারবেন।

তাহলে অপেক্ষা কেন? আজ থেকেই অবসর পরিকল্পনা শুরু করুন। কারণ যত দেরি করবেন, ততই আপনার সম্ভাব্য সঞ্চয়ের পরিমাণ কমে আসবে।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

POST A COMMENT
Advertisement