SBI vs. Post Office FD: স্টেট ব্যাঙ্ক না পোস্ট অফিস, কোথায় লাভ বেশি? এক নজরে লেটেস্ট সুদের হার

SBI vs. Post Office FD: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস, কোথায় ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) করলে বেশি লাভ? সেই প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে। এই রিপোর্টে SBI-এর সর্বশেষ FD Rate পেয়ে যাবেন। সেই সঙ্গে Post Office-এর Rate-ও পাবেন।

Advertisement
স্টেট ব্যাঙ্ক না পোস্ট অফিস, কোথায় লাভ বেশি? এক নজরে লেটেস্ট সুদের হারFD Rate: স্টেট ব্যাঙ্ক ও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট রেটের তুলনা করে নিন।
হাইলাইটস
  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস, কোথায় ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) করলে বেশি লাভ?
  • এই রিপোর্টে SBI-এর সর্বশেষ FD Rate পেয়ে যাবেন।
  • সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার থেকে ফিক্সড ডিপোজিট করা নিঃসন্দেহে বেশি ভাল।

SBI vs. Post Office FD: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাকি পোস্ট অফিস, কোথায় ফিক্সড ডিপোজিট(Fixed Deposit) করলে বেশি লাভ? সেই প্রশ্নের উত্তর পাবেন এই প্রতিবেদনে। এই রিপোর্টে SBI-এর সর্বশেষ FD Rate পেয়ে যাবেন। সেই সঙ্গে Post Office-এর Rate-ও পাবেন। তার থেকে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে কোথায় বিনিয়োগ করলেন আপনার সুদ(Interest) সবচেয়ে বেশি হবে। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত অবশ্যই পড়ুন। 

সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার থেকে ফিক্সড ডিপোজিট করা নিঃসন্দেহে বেশি ভাল। সত্যি বলতে সবার পক্ষে সঞ্চয়ের টাকা শেয়ার বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা সম্ভব হয় না। তাছাড়া এগুলিতে বিনিয়োগ করলেও, কিছু টাকা সবসময় 'ব্যাকআপ' হিসাবে ফিক্সড ডিপোজিট করে রাখাই বুদ্ধিমানের কাজ। 

SBI Fixed Deposit

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে ফিক্সড ডিপোজিটের বিভিন্ন অপশন পাবেন। আপনার ফিক্সড ডিপোজিটের মেয়াদের উপর সুদের হার নির্ভর করছে।

১ থেকে ৫ বছরের মেয়াদে SBI-তে ৬.৫ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।

  • ১ বছরের মেয়াদে সুদ: ৬.৮%
  • ২ বছরের মেয়াদে সুদ: ৭%
  • ৩ এবং ৪ বছরের মেয়াদে সুদ: ৬.৭৫%
  • ৫ বছরের মেয়াদে সুদ: ৬.৫%

Post Office Fixed Deposit 

পোস্ট অফিসের টাইম ডিপোজিট অ্যাকাউন্ট (Post Office Time Deposit Accounts - TD)-ও বিনিয়োগের জন্য় মন্দ নয়। গ্রাম-মফস্বলে এখনও পোস্ট অফিসে টাকা রাখাটা খুবই কমন একটা ব্যাপার। আর তা হবে না-ই বা কেন। নিশ্চিত রিটার্ন, ভাল সুদ- পোস্ট অফিসে বিনিয়োগ লাভ আছে বৈকি। 

২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, ডাকঘরের ফিক্সড ডিপোজিটে সুদের হার থাকবে ৬.৭ শতাংশ থেকে ৭.১ শতাংশ।

মেয়াদ অনুযায়ী সুদের হার

  • ১ বছরের মেয়াদে সুদ: ৬.৯%
  • ২ বছরের মেয়াদে সুদ: ৭%
  • ৩ বছরের মেয়াদে সুদ: ৭.১%
  • ৫ বছরের মেয়াদে সুদ: ৬.৭%

পোস্ট অফিসের এই স্কিমের বিষয়ে অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতর (Department of Economic Affairs) জানিয়েছে, '২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (জানুয়ারি ১, ২০২৫ থেকে মার্চ ৩১, ২০২৫) ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত থাকবে।'

SBI FD vs. Post Office TD - তুলনা করে দেখে নিন

মেয়াদ SBI পোস্ট অফিস (জানুয়ারি-মার্চ ২০২৫)
১ বছর 6.8% 6.9%
২ বছর 7.0% 7.0%
৩ বছর 6.75% 7.1%
৪ বছর 6.75% -
৫ বছর 6.5% 6.7%

ফলে, এবার নিজেই সুবিধা মতো বিবেচনা করে, আপনার পছন্দের স্থানে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন। 
 
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement