সিনিয়র সিটিজেনদের জন্য় বেশি রিটার্ন কোন স্কিমে? তারই উত্তর পাবেন এই প্রতিবেদনে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এবং SBI-র ৫ বছরের ফিক্সড ডিপোজিট (FD) অনেকের পছন্দের তালিকায় থাকে। এই দু'টির মধ্যেই তুলনা করা হল। দুই স্কিমেই সুদের হার, টাকা তোলার নিয়ম এবং আয়ের দিক থেকে বেশ কিছু ফারাক রয়েছে। যেমন ধরুন, SCSS কোয়ার্টারলি ইন্টারেস্ট দেয়। রিটার্ন বেশি। অন্যদিকে, SBI FD-তে কোয়ার্টারলি ইন্টারেস্টের ব্যাপার নেই। তবে আয় তুলনায় কিছুটা কম। আসুন বিষয়টি বোঝার চেষ্টা করা যাক।
SCSS-এ সুদের হার বছরে ৮.২% (জানুয়ারি ২০২৪-এর হিসাব অনুযায়ী)। প্রতি তিন মাস অন্তর একবার সুদের টাকা জমা হয়— ১ এপ্রিল, ১ জুলাই, ১ অক্টোবর এবং ১ জানুয়ারি। ৬০ বছরের বেশি বয়সীরা SCSS-এ বিনিয়োগ করতে পারেন। এছাড়া ৫৫-৬০ বছরের অবসরপ্রাপ্ত কর্মী এবং ৫০-৬০ বছরের অবসরপ্রাপ্ত ডিফেন্স কর্মীরা রিটায়ারমেন্ট বেনেফিট পাওয়ার এক মাসের মধ্যে এই স্কিমে বিনিয়োগ করতে পারেন।
SCSS-এ ন্যূনতম ১,০০০ টাকা (১,০০০-এর গুণিতকে) জমাতে। সর্বোচ্চ সীমা ৩০ লক্ষ টাকা। এই স্কিমে বিনিয়োগ করলে ৮০সি ধারায় করছাড় পাওয়া যায়। তবে বছরে সুদের পরিমাণ ৫০,০০০ টাকা ছাড়ালে TDS কাটা হয়(যদি ফর্ম ১৫জি/১৫এইচ জমা দেওয়া না হয়)।
SCSS-এ প্রিম্যাচিওর উইথড্রয়ালেরও সুযোগ আছে, তবে একটা ফাইন দিতে হয়।
SBI FD-তে সাধারণ নাগরিকদের জন্য সুদের হার ৩.৫০% থেকে ৭.১০% এবং বয়স্ক নাগরিকদের জন্য ৪.০০% থেকে ৭.৫০% পর্যন্ত। ৫ বছরের ট্যাক্স-সেভিং FD-তে ৮০সি ধারায় করছাড় পাওয়া যায়, তবে এতে লক-ইন পিরিয়ড থাকে। বছরে সুদের আয় ৫০,০০০ টাকা ছাড়ালে TDS কাটা হয়।
ফলে এই দুই দিক বিবেচনা করেই আপনার পক্ষে কোনটি সেরা, সেই হিসাব করতে পারবেন।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।