Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.৫% পর্যন্ত সুদ! এই ব্যাঙ্কগুলিতে মালামাল রিটার্ন

সম্প্রতি বেশিরভাগ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। তবে এখনও কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্কে এখনও সুদের হার বেশি। বিশেষত বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি।

Advertisement
ফিক্সড ডিপোজিটে ৮.৫% পর্যন্ত সুদ! এই ব্যাঙ্কগুলিতে মালামাল রিটার্নসিনিয়র সিটিজেনদের জন্য ৮.৫ শতাংশ সুদের সুযোগ।
হাইলাইটস
  • সম্প্রতি বেশিরভাগ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে।
  • এখনও কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্কে এখনও সুদের হার বেশি।
  • বিশেষত বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি।

সম্প্রতি বেশিরভাগ ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার কমানো হয়েছে। তবে এখনও কিছু স্মল ফিন্যান্স ব্যাঙ্কে এখনও সুদের হার বেশি। বিশেষত বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি। তিন বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit বা FD) ওপর ৮.৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন। সিনিয়র সিটিজেনদের জন্য (বয়স ৬০ বছরের বেশি) এটি ভাল বিনিয়োগের অপশন হতে পারে। তবে সর্বোচ্চ সীমা ৩ কোটি টাকা পর্যন্ত।

কোন ব্যাঙ্কে কত সুদ?

  • উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক (Utkarsh Small Finance Bank)
    তিন বছরের মেয়াদে সিনিয়র সিটিজেনরা ৮.৫ শতাংশ সুদের হার পাবেন।

  • জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank)
    তিন বছরের এফডিতে সিনিয়র সিটিজেনদের জন্য ৮.২৫ শতাংশ ইন্টারেস্ট

  • স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক (slice Small Finance Bank)
    এই ব্যাঙ্কেও তিন বছরের মেয়াদে সিনিয়র সিটিজেনরা ৮.২৫ শতাংশ সুদের হার পাবেন।

  • সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank)
    এই ব্যাঙ্কে তিন বছরের এফডিতে সিনিয়র সিটিজেনরা ৮.১৫ শতাংশ সুদের সুবিধা পাবেন।

টিডিএস কাটে?

এফডি থেকে যদি কোনও ব্যাঙ্কে সুদের পরিমাণ বছরে ১ লক্ষ টাকা ছাড়িয়ে যায়, শুধুমাত্র সেক্ষেত্রেই টিডিএস (TDS) কাটা বাধ্যতামূলক।

তবে টিডিএস আলাদা কোনও কর নয়। বার্ষিক আয়ের হিসেব দিয়ে আয়কর রিটার্ন (ITR) জমা দিলে সেই টিডিএস ফেরত পাওয়া যায় বা মোট করের সঙ্গে অ্যাডজাস্ট করা যায়।

কর ছাড়ের সুবিধা

নতুন কর ব্যবস্থায় (FY 2025-26) যদি কোনও সিনিয়র সিটিজেনের বার্ষিক আয় ১২ লক্ষ টাকার মধ্যে থাকে, সেক্ষেত্রে ৮৭এ ধারায় সম্পূর্ণ কর ছাড় পাওয়া যাবে। পুরনো কর ব্যবস্থায় এই সীমা ছিল ৫ লক্ষ টাকা

ফর্ম 15H জমা দিন

যদি কারও মোট আয় করযোগ্য সীমার নিচে থাকে, তবে ফর্ম ১৫এইচ (Form 15H) জমা দিলে টিডিএস কাটা হবে না। তাই আগেভাগে ফর্ম জমা দেওয়াই বুদ্ধিমানের কাজ।

মনে রাখবেন

ছোট ফিনান্স ব্যাঙ্কে রাখা আমানতও DICGC-র অধীনে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমাকৃত। তবে বিশেষজ্ঞদের পরামর্শ, এই ধরনের ব্যাঙ্কে এফডি করার সময় সতর্ক থাকা উচিত।

এই ব্যাঙ্কগুলির ব্যবসার ধরন একটু আলাদা। তাই ঝুঁকি কিছুটা বেশি হতে পারে। চেষ্টা করুন, DICGC-র সীমার মধ্যেই বিনিয়োগ করার। তাতে আপদকালীন পরিস্থিতিতেও মূলধন ও সুদের সিকিউরিটি বজায় থাকবে।

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।
 

Advertisement

POST A COMMENT
Advertisement