Fixed Deposit vs. SCSS: ব্যাঙ্ক FD নাকি পোস্ট অফিস SCSS, কোথায় টাকা রাখলে বেশি লাভ?

বেশিরভাগ ব্যাঙ্কই সুদের হার কমিয়েছে। সরকার চালিত পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এ এখন ৮.২% সুদই আছে। ফলে এফডি বিনিয়োগকারীদের মধ্যে এটিও বেশ জনপ্রিয় হচ্ছে। এখন প্রশ্ন এটাই যে, কোন স্কিমে বিনিয়োগ করাটা সঠিক হবে

Advertisement
ব্যাঙ্ক FD নাকি পোস্ট অফিস SCSS, কোথায় টাকা রাখলে বেশি লাভ?সহজ হিসাব বুঝে নিন
হাইলাইটস
  • FD vs. SCSS: মধ্যবিত্তের বিনিয়োগের মূল লক্ষ্যই হল অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।
  • ভারতে অবসরপ্রাপ্তদের মধ্যে ফিক্সড ডিপোজিট (FD)ই সবচেয়ে জনপ্রিয়।
  • তবে ২০২৫ সালে আরবিআই রেপো রেট ৫.৫% এ নামিয়ে এনেছে।

FD vs. SCSS: মধ্যবিত্তের বিনিয়োগের মূল লক্ষ্যই হল অবসরের পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। ভারতে অবসরপ্রাপ্তদের মধ্যে ফিক্সড ডিপোজিট (FD)ই সবচেয়ে জনপ্রিয়। তবে ২০২৫ সালে আরবিআই রেপো রেট ৫.৫% এ নামিয়ে এনেছে। তারপর বেশিরভাগ ব্যাঙ্কই সুদের হার কমিয়েছে। যদিও কিছু স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এখনও সিনিয়র সিটিজেন এফডিতে ৮% বা তার বেশি সুদ দিচ্ছে(বিশদে জানতে Click Here)। অন্যদিকে, সরকার চালিত পোস্ট অফিসে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এ এখন ৮.২% সুদই আছে। ফলে এফডি বিনিয়োগকারীদের মধ্যে এটিও বেশ জনপ্রিয় হচ্ছে। এখন প্রশ্ন এটাই যে, কোন স্কিমে বিনিয়োগ করাটা সঠিক হবে

এফডির জনপ্রিয়তা
সাধারণ, সহজবোধ্য ও সহজলভ্য। এই তিন কারণেই দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীদের প্রথম পছন এফডি। একবার বিনিয়োগ করলেই নিশ্চিন্ত থাকা যায়। বিনিয়োগের দিনই জেনে নেওয়া যায় যে কতদিন পর ঠিক কত টাকা ফেরত পাবেন।

তবে সুদের হার কমায় এখন বিনিয়োগকারীরা অল্টারনেটিভ অপশন খুঁজতে শুরু করেছেন।

স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি গ্রাহক ধরতে উঠে পড়ে লেগেছে
বেশ কিছু ছোট ফাইন্যান্স ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের বেশ আকর্ষণীয় এফডি রেট দিচ্ছে।

স্লাইস স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ৫ বছরের জন্য সর্বোচ্চ ৮.২৫%।

জন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ৫ বছরের জন্য সর্বোচ্চ ৮.০০%।

সূর্যোদয় স্মল ফিন্যান্স ব্যাঙ্ক: ৫ বছরের জন্য সর্বোচ্চ ৮.৪০% সুদ, বার্ষিক আয় প্রায় ৮.৬৭%।

তবে সত্যি বলতে অনেকেই বড় ব্যাঙ্কে টাকা রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেমন ধরুন, SBI তে সর্বোচ্চ ৭.৫০%, এইচডিএফসি ব্যাঙ্কে ৭.৯০% এবং ক্যানারা ব্যাঙ্কে ৭.৯০%। প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে  ইয়েস ব্যাঙ্ক ও ইন্ডাসইন্ডে কিছু নির্দিষ্ট মেয়াদে ৭.৭৫% থেকে ৮% পর্যন্ত সুদ পাবেন। ৫ বছরের ট্যাক্স সেভার এফডি করলে আয়কর বেনেফিটসও পাবেন।

পোস্ট অফিসের SCSS স্কিম
পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS) এর জনপ্রিয়তা বাড়ছে। জুলাই সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকের হিসাব অনুযায়ী আপাতত ৮.২% বার্ষিক সুদ পাবেন এই স্কিমে। প্রতি ত্রৈমাসিকে সুদ অ্যাড করা হয়।

Advertisement

SCSS এর ফিচার্স:

মেয়াদ: ৫ বছর, ৩ বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায়।

বিনিয়োগ সীমা: সর্বোচ্চ ৩০ লক্ষ টাকা।

আয়কর বেনেফিটস: সেকশন ৮০সি তে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত।

ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পেয়ে যাবেন।

মৃত্যুর পর স্ত্রী বা স্বামী এলিজেবল হলে অ্যাকাউন্ট কন্টিনিউ করতে পারবেন।

এফডি vs. SCSS 

বিষয় এফডি SCSS
নিরাপত্তা ব্যাঙ্ক সুরক্ষা + DICGC কভারেজ ₹৫ লক্ষ  এটিও সরকারচালিত
সুদ ৭% থেকে ৮.৪% ৮.২%
মেয়াদ ৭ দিন থেকে ১০ বছর, নানা অপশন ৫ বছর, ৩ বছর বাড়ানো যায়
লিকুইডিটি আগে তুললে কম সুদ পাবেন এক্ষেত্রেও আগে তুলে লাভ নেই
ট্যাক্স বেনেফিট ৫ বছরের ট্যাক্স সেভার এফডিতে পাবেন ১.৫ লক্ষ পর্যন্ত ৮০সিতে

সিদ্ধান্ত আপনার
ফলে কোন জায়গায় কত সুদ পাবেন, কী কী সুবিধা সব স্পষ্ট জানিয়ে দেওয়া হল এই প্রতিবেদনে। এবার আপনার সুবিধা মতোই পছন্দ করে নিন, ব্যাঙ্ক FD বা পোস্ট অফিস SCSS, কোনটি আপনার জন্য শ্রেষ্ঠ। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

 

POST A COMMENT
Advertisement