রুপোর দামও এবার হবে আকাশছোঁয়া, দায়ী চিনের এই সিদ্ধান্ত

জিনপিংয়ের সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যার জেরে আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে রুপোর দাম। চিনের এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে আমেরিকার মতো দেশও।

Advertisement
রুপোর দামও এবার হবে আকাশছোঁয়া, দায়ী চিনের এই সিদ্ধান্তআরও অনেকটা বাড়বে রুপোর দাম
হাইলাইটস
  • রুপোর দাম বাড়তেই পায়তারা কষতে শুরু করেছে চিন।
  • আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে রুপোর দাম।
  • হতবাক হয়ে গিয়েছে আমেরিকার মতো দেশও।

রুপোর দাম বাড়তেই পায়তারা কষতে শুরু করেছে চিন। জিনপিংয়ের সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে, যার জেরে আরও কয়েকগুণ বেড়ে যেতে পারে রুপোর দাম। চিনের এই সিদ্ধান্তে রীতিমতো হতবাক হয়ে গিয়েছে আমেরিকার মতো দেশও। বিশেষজ্ঞরা বলছেন, চিনের এই পদক্ষেপের ফলে রুপোর দাম আরও উপরের দিকে উঠবে।

আসলে চিন বর্তমানে বিশ্বব্যাপী রুপো সরবরাহের ক্ষেত্রে একটি প্রধান দেশ। বিশ্বের মোট রুপোর মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ চিনাদের দখলে। যদিও বিশ্বের মাত্র ১৩ শতাংশ রুপো খনন করে চিন। কিন্তু পরিশোধন এবং উৎপাদনের ক্ষেত্রে বিশ্বব্যাপী রুপোর ৬০ থেকে ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে বেজিং।

চিন রুপোর নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ১ জানুয়ারি ২০২৬ থেকেই চিন রুপো বাজার নিয়ন্ত্রণের জন্য নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে, কোনও কোম্পানি সরকারি লাইসেন্স ছাড়া চিনের বাইরে রুপো রপ্তানি করতে পারবে না। এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী আলোড়ন ফেলে দিয়েছে।

কোন কোন কোম্পানিকে এই লাইসেন্স দেওয়া হবে?

সব কোম্পানি কিন্তু চিনা সরকারের তরফে এই লাইসেন্স পাবে না। এর জন্য কিছু লাইসেন্স দেওয়া হয়েছে। শুধুমাত্র কয়েকটি বড়, সরকার-অনুমোদিত কোম্পানিকে রপ্তানির অনুমতি দেওয়া হবে। এরপরেও সরকারি লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্স পেতে হলে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করতে হবে।

চিনের এই সিদ্ধান্তের প্রভাব কী হবে?

বিশ্বব্যাপী রুপোর ৬০ থেকে ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করে চিন। রপ্তানিতে নিয়ন্ত্রণ বাড়তেই সারা বিশ্বেই রুপোর চাহিদা বাড়তে থাকবে। এমন একটা সময়ে চিন এই সিদ্ধান্ত নিয়েছে, যখন শিল্পে রুপোর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দাম আরও বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করে জানাচ্ছেন, রুপোর দাম রেকর্ড স্তরের কাছাকাছি রয়েছে। পাশাপাশি এই দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। 

 

POST A COMMENT
Advertisement