সোনা, রুপোর দামগোটা ২০২৫ সালেই সোনা এবং রুপোর দামে বিরাট উপর-নীচ হয়েছে। কখনও এই দুই ধাতুর দাম কমেছে তো, কখনও আবার হু হু করে পেয়েছে বৃদ্ধি। আর সপ্তাহের প্রথম দিনই সেই একই ট্রেন্ড অব্যাহত। আজ আবার রুপোর দাম অনেকটাই বেড়েছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ৩০০০ টাকা বৃদ্ধি পেয়েছে রুপোর দাম। পাশাপাশি সোনার দামও বেড়েছে অনেকটাই।
হু হু করে বাড়ছে রুপোর দাম
মাথায় রাখতে হবে, গত কয়েক মাস ধরেই রুপোর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। আর সোমবারও সেই ধারা অব্যাহত। এ দিন আবারও বেড়েছে রুপোর দাম। এমসিএক্স সিলভার রেট পৌঁছে গিয়েছে ১,৯৫,৮২৫ টাকায়। বেড়েছে প্রায় ২৯৭৪ টাকা। এর দাম আগের দিন ছিল ১,৯২,৮৫১ টাকা। আর এই ট্রেন্ড অনেক দিন ধরেই চলছে।
হাই থেকে দাম কমই রয়েছে
বেশ কিছু দিন ধরে রুপোর দাম বাড়লেও আপাতত আগের রেকর্ড হাই স্পর্শ করতে পারেনি। এর হাই ছিল ২,০১,৬১৫ টাকা প্রতি কেজি। তারপর দাম কিছুটা নীচের দিকে নামে। যদিও, সেই ধারা আবার ভেঙে দেয় রুপো। এর দাম আবার বাড়তে শুরু করেছে। এই যেমন ধরুন গত সপ্তাহের সোমবারই এর দাম ছিল ১,৮১,৭৪০ টাকা। আর আজ দাম পৌঁছে গিয়েছে ১,৯৫,৮২৫ টাকায়। অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১৪ হাজার টাকা।
কম যায় না সোনাও
এমন পরিস্থিতিতে হু হু করে বাড়তে শুরু করে দিয়েছে সোনার দামও। এটিও থামার লক্ষণ দেখাচ্ছে না। সোমবারই এমসিএক্স গোল্ডের রেট বৃদ্ধি পেয়েছে।
শুক্রবারের হিসেব যদি দেখা যায়, তাহলে ১০ গ্রাম ২৪ ক্যারাট গোল্ডের ৫ ফেব্রুয়ারি এক্সাপায়ারিতে দাম ছিল ১,৩৩,৬২২ টাকা। তবে সেটি এখন বেড়ে হয়েছে ১,৩৪,৮৫৯ টাকা প্রতি ১০ গ্রামে। অর্থাৎ দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ১২৩৭ টাকা।
আর এই দৃশ্য দেখেই বিশেষজ্ঞরা মনে করছেন, MCX Gold নিজের অল টাইম হাইতে পৌঁছে যাচ্ছে। এর অল টাইম হাই ছিল ১,৩৫,২৬৩ টাকা। আর বর্তমানে এটির দাম মাত্র ৪০৪ টাকা কম রয়েছে।
এখন কী হতে পারে?
বিশেষজ্ঞদের একাংশের মতে, বিশ্ব বাজারে এখন অনিশ্চয়তা রয়েছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধও এখন থামার লক্ষণ নেই। এমন পরিস্থিতিতে অনেকেই সোনা এবং রুপোতেই বাজি ধরতে চাইছেন। এটার বাড়তে পারে দাম বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
বিদ্র: এই নিবন্ধটি পড়ে আবার স্টক কিনবেন না বা বিনিয়োগ করবেন না। এটি খবর দেওয়ার এবং শিক্ষার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। এছাড়া নিজেও করুন রিসার্চ। তারপরই স্টকে করুন ইনভেস্ট।