Sir ভোটার লিস্টএখন অনেক মহিলাই বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করেন না। তাঁরা নিজের বাবার পদবিই ব্যবহার করেন। আর এই অধিকার তাঁদের দেশের সংবিধান দেয়। তাই কোনও মহিলা চাইলে নিজের বাবার পদবি ব্যবহার করতেই পারেন। তাতে কোনও সমস্যা নেই।
যদিও মুশকিল হল, নিজের পদবি পরিবর্তন না করা অনেক মহিলাই এখন SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে বিভ্রান্তিতে ভুগছেন। তাঁরা বুঝতে পারছেন না স্বামীর পদবিতে তফাত থাকায় বা সেই ভোটার এলাকায় ২০০২ সালে নাম না থাকায় কোনও সমস্যা হবে কি না! আর সেই উত্তরটাই দেওয়া হবে এই নিবন্ধটিতে।
পদবি পরিবর্তন না করা থাকলে কী করবেন?
এমন পরিস্থিতিতে মোটামুটি দুটি পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমত, আপনার ২০০২ ভোটার লিস্টে নাম রয়েছে। দ্বিতীয়ত, ২০০২ ভোটার লিস্টে নাম নেই।
প্রথম পরিস্থিতি
আপনার নাম যদি ২০০২ ভোটার লিস্টে থাকে, তাহলে কোনও সমস্যাই নেই। সেই লিস্টে নামটা দেখালেই চলবে। অন্য কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই। এখানে পদবি বদলের কোনও প্রশ্নই উঠছে না।
তবে এমনটা হতেই পারে যে ২০০২ সালে আপনি বাপেরবাড়ি এলাকায় ভোট দিয়েছেন। পরে শ্বশুরবাড়ি এলাকায় চলে এসেছেন। এখানে উঠেছে নাম। এমন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়ার কোনও অর্থ নেই। বরং সেই পুরনো ভোটার লিস্টের প্রতিলিপি নিজের সঙ্গে রাখুন। সেখানে আপনার পাশাপাশি বাবার নামেরও উল্লেখ থাকবে। তার মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে আপনি ভারতীয় ভোটার। আর অন্য কোনও নথি দেওয়ার প্রয়োজন নেই।
দ্বিতীয় পরিস্থিতি
এমনটা হতেই পারে ২০০২ ভোটার লিস্টে আপনার নাম নেই। সেক্ষেত্রে বাবা-মায়ের নাম ভোটার লিস্টে নিশ্চয়ই রয়েছে। সেই লিস্টটা দিয়ে ফর্মপূরণ করে জমা দিন। ব্যাস, আপনার নাম থাকবে।
এ বার যদি বাবা-মায়েরও ভোটার লিস্টে নাম না থাকে, তাহলে নিজের পাশাপাশি তাদের কয়েকটি নথি সঙ্গে রাখতে হবে। আর সেই ডকুমেন্টগুলি হল-
এই সব নথি দেখালেই থাকবে নাম।