স্বাধীনতার ৭৫ বর্ষ উদযাপনে ব্যস্ত গোটা দেশ। এরইমাঝে গ্রাহকদের বড়সড় ধাক্কা দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট (MCLR) ২০ বেসিস পয়েন্ট বাড়ালো SBI। যার জেরে আরও ব্যয়বহুল হয়ে পড়লো ব্যাংক থেকে ঋণ নেওয়া। নতুন রেট জারি আজ থেকেই।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) ওয়েবসাইট অনুসারে, বিভিন্ন মেয়াদের ঋণের ক্ষেত্রে বাড়ানো হল MCLR। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট বাড়ানোর পরে ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য যে এই মাসের শুরুতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে, আরবিআই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল।
নতুন রেট
স্টেট ব্যাঙ্কের ঋণের সুদের হার বৃদ্ধির জেরে এখন ৩ মাস পর্যন্ত MCLR-এর হার ৭.১৫ শতাংশ থেকে বেড়ে ৭.৩৫ শতাংশ করা হয়েছে। ছয় মাস মেয়াদের ঋণের ক্ষেত্রে তা ৭.৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৬৫ শতাংশ করা হয়েছে। এক বছরের ঋণের MCLR হার ৭.৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৭০ শতাংশ এবং দুই বছরের মেয়াদের ক্ষেত্রে ৭.৭০ শতাংশ থেকে বাড়িয়ে ৭.৯০ শতাংশ করা হয়েছে। এছাড়া তিন বছরের ক্ষেত্রে এই হার ৭.৮০ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৮.০০ শতাংশ।
EMI-তে বেশি খরচ
২০১৬ সালে ভারতে MCLR সিস্টেম চালু করে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এটি ব্যাংকের জন্য একটি অভ্যন্তরীণ বেঞ্চমার্ক। এমসিএলআর-এ, ব্যাঙ্কগুলিকে ঋণ দেওয়ার জন্য ন্যূনতম সুদের হার নির্ধারণ করা হয়। বেশিরভাগ উপভোক্তার ঋণের সুদের হার এই MCLR-এর ভিত্তিতেই স্থির করা হয়। SBI-এর এই পরিবর্তনের ফলে গ্রাহকদের EMI-এর বোঝা বাড়বে। কারণ ঋণগ্রহীতাদের এখন আগের চেয়ে বেশি সুদের হারে ঋণ পরিশোধ করতে হবে।
আরও পড়ুন - এই ৩ রাশির জাতকদের ধনযোগ, রবিবারের মধ্যে পাবেন মোটা টাকা