Suzuki Access 125: ৯২ কিমি মাইলেজ, দামেও সস্তা, বাজারে কাঁপাচ্ছে দুর্দান্ত এই স্কুটি

দীর্ঘদিন ধরে ভারতের বাজারে রাজ করছে Suzuki Access 125। অন্যান্য স্কুটি গুলোর মধ্যে এই স্কুটি বেছে নেওয়ার কারণ হল এর মাইলেজ। এক লিটার পেট্রোলে প্রায় ৯৫ কিলোমিটার চলে এই স্কুটি। এছাড়াও আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন এবং অসাধারণ মাইলেজের এক নিখুঁত সংমিশ্রণ।

Advertisement
৯২ কিমি মাইলেজ, দামেও সস্তা, বাজারে কাঁপাচ্ছে দুর্দান্ত এই স্কুটিসুজুকি অ্যাএক্সেস ১২৫

দীর্ঘদিন ধরে ভারতের বাজারে রাজ করছে Suzuki Access 125। অন্যান্য স্কুটি গুলোর মধ্যে এই স্কুটি বেছে নেওয়ার কারণ হল এর মাইলেজ। এক লিটার পেট্রোলে প্রায় ৯৫ কিলোমিটার চলে এই স্কুটি। এছাড়াও আধুনিক ডিজাইন, উন্নত প্রযুক্তি, শক্তিশালী ইঞ্জিন এবং অসাধারণ মাইলেজের এক নিখুঁত সংমিশ্রণ। 

গ্রাহকদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী নিয়মিত আপডেট করে কোম্পানি Access 125–কে আরও আকর্ষণীয় করে তুলেছে, যার ফলেই বাজারে ক্রমশ বেড়েই চলেছে এর জনপ্রিয়তা। শহরের ভিড় রাস্তায় দ্রুত গতি বাড়ানো, লো-এন্ড টর্কে শক্তিশালী রেসপন্স এবং কম জ্বালানি খরচের ফলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষমতা। এসবই Access 125–কে দৈনন্দিন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছে। Suzuki Eco Performance প্রযুক্তি ইঞ্জিনকে আরও দক্ষ করে, যার ফলে মাইলেজও বেড়ে যায় উল্লেখযোগ্যভাবে। অফিস-স্কুল বা প্রতিদিনের ছোট-বড় কাজের জন্য এটি আদর্শ হয়ে উঠেছে।

সৌন্দর্য ও আধুনিকতার মেলবন্ধন
বড় সিট রাইডার ও পিলিয়ন। অর্থাৎ চালক ও পেছনে বসা ব্যক্তি উভয়ের জন্যই বেশ আরামদায়ক। লম্বা ও প্রশস্ত ফুটবোর্ড, গাড়ির মতো বড় আন্ডার-সিট স্টোরেজ এবং হাল্কা ওজনের বডি। এসব বৈশিষ্ট্য স্কুটারটিকে আরও ইউজার ফ্রেন্ডলি করে তোলে। পরিবারের সকল বয়সের মানুষই সহজে স্কুটারটি চালাতে পারেন, কারণ এর নিয়ন্ত্রণ অত্যন্ত সহজ এবং হ্যান্ডলিং-ও স্থিতিশীল। 

কী কী ফিচার রয়েছে এই স্কুটিতে?
ফিচারের দিক থেকেও Access 125 সমৃদ্ধ। অনেক ভ্যারিয়েন্টে দেখা যায় LED হেডল্যাম্প, ডিজিটাল-অ্যানালগ মিটার, সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ, ডিস্ক ব্রেক অপশন ছাড়াও USB চার্জিং পোর্ট রয়েছে। যা দৈনন্দিন রাইডে মোবাইল বা অন্য ইলেট্রনিক ডিভাইস চার্জ করার ক্ষেত্রে বিরাট সুবিধা দেয়। Bluetooth কনেক্টিভিটি যুক্ত ভ্যারিয়েন্টে কল ও মেসেজ অ্যালার্ট, রাইড হিস্ট্রি, নেভিগেশন অ্যাসিস্টের মতো স্মার্ট ফিচার পাওয়া যায়, যা আধুনিক ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। স্কুটারটির সাসপেনশন ব্যবস্থা কঠিন রাস্তাতেও দারুণ সাপোর্ট দেয়। সামনের টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনের শক্তিশালী ইউনিট সুইং সিস্টেম রাইডিং-এ স্থিতিশীলতা ও আরাম বজায় রাখে।

Advertisement

POST A COMMENT
Advertisement