ইএমআই-তে ডিসকাউন্টঅনেকেই স্বপ্ন দেখেন গাড়ি কেনার। তবে সাধ্যে কুলোয় না। কারণ, গাড়ি কিনতে গেলে যে পরিমাণ টাকা ডাউনপেমেন্ট বা ইএমআই দিতে হবে, সেটা সকলের পক্ষে দেওয়া সম্ভব নয়। যদিও এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে Tata Motors। তাদের পক্ষ থেকে ধামাকা EMI অফার আনা হয়েছে। যাতে বাইকের EMI-তেই গাড়ি কেনা যাবে। স্বপ্ন হবে পূরণ।
টাটা মোটরস ডিসেম্বর মাসের জন্য একটা বিশেষ EMI প্ল্যান সামনে এনেছে। এই প্ল্যানের মাধ্যমে মাত্র ৪৯৯৯ টাকা মাসিক EMI দিয়েই আপনি টাটার গাড়ি কিনতে পারবেন। ভাবছেন কোন গাড়িতে মিলবে এই সুবিধা? তাহলে শুনুন, টাটা টিয়াগো এবং টাটা কার্ভের মতো গাড়িতে পাবেন এই EMI-এর সুবিধা।
কী এই ফাইন্যান্স স্কিম?
এক্ষেত্রে এটা নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ২৫ শতাংশ থেকে ৩০ শতাংশ বেলুন স্কিম অপশন দেওয়া হচ্ছে। এক্ষেত্রে রিপেমেন্ট অপশন মিলবে ৮৪ মাসের।
কতদিন থাকবে অফার?
এই অফারটা বেশি দিন থাকবে না। ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্তই মিলবে এই অফার। তাই আর সময় নষ্ট না করে দেখে নিন কোন গাড়ির ক্ষেত্রে ন্যূনতম EMI কত।
টিয়াগো
এই গাড়ির দাম হল ৪.৪৭ লাখ টাকা। আর এই গাড়িটি আপনি মাসিক ৪,৯৯৯ টাকার EMI তে বাড়ি আনতে পারবেন। আর এই EMI খুবই কম। এখন বাইকেরই EMI পড়ে যায় প্রায় ৫ হাজার টাকা। সেখানে টিয়াগোর মতো গাড়ি কিনলেও আপনি মাত্র ৫ হাজার টাকাই EMI দিতে পারেন।
পাঞ্চ
এই গাড়ির দাম মোটামুটি ৫.৪৯ থেকে ৫.৫০ লক্ষ টাকা। আর এই গাড়িটি মিলতে পারে ৫,৯৯৯ টাকার EMI-তে। তাই যাদের বাজেট একটু বেশি, তারা এটা কিনতেই পারেন।
আলট্রোজ
অসাধারণ গাড়ি আলট্রোজ। এই গাড়িতে ১.২ লিটারের পেট্রোল এবং ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে। এই গাড়িটি আপনি ৬৭৭৭ টাকা EMI-তে কিনতে পারবেন।
নেক্সন
টাটার অন্যতম জনপ্রিয় গাড়ি হল নেক্সন। বাজেট একটু বেশি হলে এই গাড়িটি কিনতেই পারেন। সেক্ষেত্রে মাসিক EMI দিতে হবে ৭৬৬৬ টাকা।
কার্ভ
নতুন মডেলের SUV হল কার্ভ। এটি আপনি ৯,৯৯৯ টাকা EMI-তে পেতে পারেন।
তবে এই সব EMI-এর সঙ্গে দোকানের দামের কিছুটা ফারাক হতে পারে। তাই সবার আগে শোরুমের সঙ্গে যোগাযোগ করুন। তাহলেই মিটে যাবে সমস্যা।