Elon Musk-এর স্টারলিঙ্ক এখন ভারতে, প্ল্যানগুলি কী, কোথায় কোথায় পাবেন?

​​​​​​​হার্ডওয়্যার কিট হাতে পেলেই ব্যবহারকারী নিজেরাই সেটআপ করে নিতে পারবেন। ইনস্টলেশনের পরপরই ইন্টারনেট চালু। কোনও টেকনিশিয়ানের প্রয়োজন নেই। সংস্থা দিচ্ছে ৩০ দিনের ট্রায়াল, সে সময় ডেটা আনলিমিটেড।

Advertisement
Elon Musk-এর স্টারলিঙ্ক এখন ভারতে, প্ল্যানগুলি কী, কোথায় কোথায় পাবেন?

বিশ্বজুড়ে দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেটের সমার্থক হয়ে ওঠা এলন মাস্কের স্টারলিংক এবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় বাজারে প্রবেশের রূপরেখা জানিয়ে দিল। বহুদিনের আলোচনার পর যে পরিকল্পনা সামনে এল, তাতে স্পষ্ট পরিষেবা মিলবে ঠিকই, কিন্তু খরচ কম নয়।

কত খরচ? স্টারলিংকের প্ল্যান শুনলেই চোখ কপালে উঠবে
ভারতে স্টারলিংকের প্রাথমিক প্ল্যানের দাম শুরু হচ্ছে মাসে ৮ হাজার ৬০০ টাকা থেকে। এর সঙ্গে আলাদাভাবে কিনতে হবে হার্ডওয়্যার কিট, যার দাম প্রায় ৩৪ হাজার টাকা। অর্থাৎ শুরুতেই ব্যয় প্রচুর, তবে পরিষেবা পেলে তা স্যাটেলাইট প্রযুক্তির উপযুক্ত মানেই মিলবে বলে সংস্থার দাবি।

নিজেই সেটআপ করুন
হার্ডওয়্যার কিট হাতে পেলেই ব্যবহারকারী নিজেরাই সেটআপ করে নিতে পারবেন। ইনস্টলেশনের পরপরই ইন্টারনেট চালু। কোনও টেকনিশিয়ানের প্রয়োজন নেই। সংস্থা দিচ্ছে ৩০ দিনের ট্রায়াল, সে সময় ডেটা আনলিমিটেড।

স্টারলিংকের দাবি প্রায় ‘পারফেক্ট’
Elon Musk-এর সংস্থা জানিয়েছে, পরিষেবা মিলবে ৯৯.৯% আপটাইম, স্যাটেলাইট সংযোগ হওয়ায় দেশের যে কোনও জায়গায় নেট পাওয়া যাবে, পাহাড়ি এলাকা, দ্বীপ, দূরবর্তী গ্রাম, সব জায়গাতেই সংযোগ ধরে রাখার লক্ষ্য। তবে এখনই পরিষেবার আপাতত মিলবে শুধুই কিছু নির্বাচিত লোকেশন-এ।

আপনার এলাকায় পাওয়া যাবে কিনা? এভাবে জানুন
স্টারলিংক ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে শুধু PIN কোড দিলেই বোঝা যাবে আপনার এলাকায় পরিষেবা শুরু হয়েছে কি না। যদিও বহু পিন কোডে এখনো দেখাচ্ছে, "Not Available Yet"। তবে ইমেল আইডি দিলে পরিষেবা চালু হলেই নোটিফিকেশন পাওয়া যাবে।

কোন কোন প্ল্যান আসছে ভারতের বাজারে?
স্টারলিংকের প্রথম লক্ষ্য Residential Users। এর পাশাপাশি আলোচনায় রয়েছে Roam Plan। যেখানে ব্যবহারকারী অ্যান্টেনা কিট যেকোনও জায়গায় নিয়ে যেতে পারবেন। গাড়ির ছাদেও এটি বসিয়ে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব (বিদেশে এমনটি অনুমোদিত)। ভারতে ঠিক কোন প্ল্যানগুলি চূড়ান্ত হবে, তা শীঘ্রই ঘোষণা করবে স্টারলিংক।

 

POST A COMMENT
Advertisement