Tesla India Entry: ভারতে শোরুম খুলল টেসলা, সবচেয়ে সস্তার গাড়িটার দাম কত?

ভারতের গাড়ির বাজারে এল ইলন মাস্কের টেসলা। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (BKC) মেকার ম্যাক্সিটি মলে প্রথম শোরুম খুলল সংস্থা। ভারতে বর্তমানে বিশ্বের অন্য়তম দ্রুত রেটে ইভি মার্কেট বাড়ছে। স্বাভাবিকভাবেই টেসলা সেই বাজার ধরতে চায়।

Advertisement
ভারতে শোরুম খুলল Tesla, সবচেয়ে সস্তার গাড়িটার দাম কত? সমস্ত গাড়িই আপাতত তৈরি অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হবে টেসলা-কে।
হাইলাইটস
  • ভারতের গাড়ির বাজারে এল ইলন মাস্কের টেসলা।
  • ভারতে বর্তমানে বিশ্বের অন্য়তম দ্রুত রেটে ইভি মার্কেট বাড়ছে।
  • আপাতত তৈরি অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হবে টেসলা-কে।

ভারতের গাড়ির বাজারে এল ইলন মাস্কের টেসলা। মঙ্গলবার মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের (BKC) মেকার ম্যাক্সিটি মলে প্রথম শোরুম খুলল সংস্থা। ভারতে বর্তমানে বিশ্বের অন্য়তম দ্রুত রেটে ইভি মার্কেট বাড়ছে। স্বাভাবিকভাবেই টেসলা সেই বাজার ধরতে চায়। তবে সমস্ত গাড়িই আপাতত তৈরি অবস্থায় বিদেশ থেকে আমদানি করতে হবে টেসলা-কে। আর সেই কারণে গাড়িগুলির উপর বেশ চড়া কর বসবে। ফলে দাম অনেকটাই বেড়ে যাবে। মার্কিন মুলুকে টেসলা উচ্চমধ্যবিত্তদের গাড়ি হলেও, এদেশে আপাতত তা ধনী-অতি ধনীদের বাজেট রেঞ্জেই পড়বে। এই সেগমেন্টে মার্সিডিজ, বিএমডব্লিউ, অডি-র মতো এস্টাবলিশড সংস্থার সঙ্গে কম্পিটিশন হবে টেসলার। 

ভারতে Tesla Model Y-এর দাম
Model Y Hero

টেসলার ওয়েবসাইট অনুযায়ী, ভারতে আপাতত শুধুমাত্র Model Y SUV-টিই আসছে। রিয়ার-হুইল ড্রাইভ ভেরিয়েন্টের দাম ৬০ লক্ষ টাকা। লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভ ভেরিয়েন্টের দাম ৬৮ লাখ টাকা

তবে এই দাম অন্য বিভিন্ন দেশের তুলনায় অনেকটাই বেশি। আমেরিকায় Model Y SUV-এর দাম শুরু ৪৪,৯৯০ ডলার(প্রায় ৩৯ লক্ষ টাকা) থেকে। চিনে এই গাড়ির দাম ২,৬৩,৫০০ ইউয়ান(৩১ লক্ষ টাকা)। জার্মানিতে দাম ৪৫,৯৭০ ইউরো(৪৬ লক্ষ টাকা)

ভারতে এত দাম বাড়ার প্রধান কারণ হল আমদানি শুল্ক। টেসলা এখনও পর্যন্ত সমস্ত গাড়ি একেবারে তৈরি অবস্থায় আমদানি করবে। টেসলার সাংহাই-এর গিগাফ্যাক্টরি থেকে আসবে। ফলে তার উপর চড়া শুল্ক বসবে।
Model Y

এই শুল্ক এড়িয়ে দাম কমানোর জন্য় সরকারের সঙ্গে বহুবার আলোচনা করেছিলেন ইলন মাস্ক। তবে কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দেয়, শুল্ক এড়াতে হলে ভারতেই কারখানা তৈরি করুক টেসলা। তাতে দেশে কর্মসংস্থানও হবে। কিন্তু ভারতে টেসলার বিক্রিবাটা কেমন হবে, তা না জেনে কারখানা তৈরিতে বিনিয়োগ করতে চায়নি টেসলা। বিশেষত, যেখানে কাছেই সাংহাইতে সংস্থার চালু, বড় কারখানা রয়েছে। তাই কর-সহ বিক্রির সিদ্ধান্ত।

সার্ভিস সেন্টারও খুলছে

টেসলা জানিয়েছে, মুম্বইয়ের কুরলা ওয়েস্টে একটি সার্ভিস সেন্টারও তৈরি করছে তারা। সেখানে গাড়ির মেনটেনেন্স এবং আফটার সেলস সার্ভিস দেওয়া হবে।

Advertisement

বেঙ্গালুরু ও পুনেতেও টেসলার অফিস

ভারতে এই প্রথম শোরুম খুলল টেসলা। তবে এর আগে  বেঙ্গালুরুতে রেজিস্টার্ড অফিস এবং পুনেতে ইঞ্জিনিয়ারিং হাবও করেছে সংস্থা। টেসলা ইন্ডিয়ার শোরুম খোলার খবরে দেশের গাড়ি-প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ভারতের বাজারে ইলন মাস্কের কোম্পানি কতটা সফল হয়, এখন সেটাই দেখার।

POST A COMMENT
Advertisement