scorecardresearch
 

গাড়ি বুকিং করে লাভ নেই, পছন্দের গাড়ি কবে হাতে পাবেন, কেউ জানে না

চিপ পাওয়া যাচ্ছে না। সে কারণে গাড়ি ইন্ডাস্ট্রি-র সেল নভেম্বর মাসে কমে গিয়েছে। প্যাসেঞ্জার ভেহিকেলস-এর বিক্রি SIAM-এর ডাটা অনুসারে নভেম্বর ২০২০-২১ নভেম্বর দশকের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

গাড়ির চিপ নেই গাড়ির চিপ নেই
হাইলাইটস
  • গাড়ির চিপ মিলছে না
  • তাই গাড়ি বিক্রি করা যাচ্ছে না
  • গাড়ি বিক্রিতে মন্দা

চিপ পাওয়া যাচ্ছে না। সে কারণে গাড়ি ইন্ডাস্ট্রি-র সেল নভেম্বর মাসে কমে গিয়েছে। প্যাসেঞ্জার ভেহিকেলস-এর বিক্রি SIAM-এর ডাটা অনুসারে নভেম্বর ২০২০-২১ নভেম্বর দশকের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

এর কারণ

এভাবে টু হুইলার বিক্রি ১১ বছরের সবচেয়ে সর্বনিম্ন রয়েছে এবং তিন চাকার গাড়ি ১৯ বছরে সবচেয়ে নিম্নগামী হয়েছে। কারণ, চিপ অমিলের এর খারাপ প্রভাব পড়ছে। বাহন কোম্পানিগুলি এর কারণে ঠিকমতো প্রোডাকশন করতে পারছেন না। সে কারণে গাড়ি বুকিং করার পরও ডেলিভারি দেওয়া যাচ্ছে না নভেম্বরে প্যাসেঞ্জার ভেহিকেল বাৎসরিক হিসেবে ১৯০০ পড়ে গিয়েছে। সিয়াম এর হিসেব অনুযায়ী এই নেন গাড়ির সামনে আসছে

বিক্রি কমার খতিয়ান

সিয়াম জানিয়েছে, এই বিক্রি কমার কারণ অটো ইন্ডাস্ট্রি প্রতিনিধি সংগঠন সিয়াম শুক্রবার একটি হিসেবে পেশ করে জানিয়েছে যে এই বছর নভেম্বর মাসে প্যাসেঞ্জার বিকেলে বিক্রি ২ লক্ষ ১৫ হাজার ৬২৬ ইউনিট ছিল। যা গত বছর ছিল ৬৪ হাজার ৮৯৮টি। যা  ১৯.৬০ শতাংশ কম রয়েছে। বিভিন্ন কারণ সেমিকন্ডাক্টর এর অভাব বলে জানিয়েছেন।

সেগমেন্ট ওয়াইজ বিক্রি

নভেম্বর মাসে ২০২১-এ ১ লক্ষ ৫০৯১ টি ইউটিলিটি ভেহিকেল বিক্রি হয়েছে। এর মধ্যে প্যাসেঞ্জার কার-এর বিক্রি ১ লক্ষ ৯০৬ ইউনিট হয়েছে। এছাড়া নভেম্বর ২০২১ এর ২২ হাজার ৭৪৮ টি থ্রি হুইলার্স। ৩৬ হাজারটি বিক্রি হয়েছে। ৯ হাজার ৬২৯ টি ভ্যান বিক্রি হয়েছে। নভেম্বর মাসে প্যাসেঞ্জার ভেহিকেলস এবং মোট প্যাসেঞ্জার প্রোডাকশন ১৬ লাখ ৯৬ হাজার ১২ ছিল।

দশকের বেশি সময়ে ধস

সিয়ামের ডাইরেক্টর রাজেশ মেনন জানিয়েছেন, ১৯ বছরের থ্রি হুইলার্স সবচেয়ে কম বিক্রি হয়েছে। চিপ অভাবের সঙ্গে লড়াই করছে। ইন্ডাস্ট্রির আগে ক্ষতি পূরণ করার আশা ছিল। কিন্তু নভেম্বের ২০২১ বছরের সবচেয়ে কম বিক্রি হয়েছে। এভাবে টুহুইলার্সের বিক্রি ১১ বছরে এবং থ্রি-হুইলার্সের বিক্রি ১৯ বছরের সবচেয়ে কম দাঁড়িয়েছে।