চাকরিরও বাপ, কম পুঁজিতেও এই ৩ ব্যবসায় মাসে ইনকাম ৩০ হাজার টাকা

বর্তমানে বহু লোক চাকরি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন। রোজ ৯টা-৬টার ডিউটি করতে করতে তাঁরা মানসিক ভাবেও বিধ্বস্ত। এমন অনেক মানুষই চাইছেন, নিজেদের মতো করে ব্যবসা শুরু করতে।

Advertisement
চাকরিরও বাপ, কম পুঁজিতেও এই ৩ ব্যবসায় মাসে ইনকাম ৩০ হাজার টাকা৫০০ টাকার নোট
হাইলাইটস
  • বর্তমানে বহু লোক চাকরি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন।
  • রোজ ৯টা-৬টার ডিউটি করতে করতে তাঁরা মানসিক ভাবেও বিধ্বস্ত।
  • এমন অনেক মানুষই চাইছেন, নিজেদের মতো করে ব্যবসা শুরু করতে।

বর্তমানে বহু লোক চাকরি করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন। রোজ ৯টা-৬টার ডিউটি করতে করতে তাঁরা মানসিক ভাবেও বিধ্বস্ত। এমন অনেক মানুষই চাইছেন, নিজেদের মতো করে ব্যবসা শুরু করতে। কিন্তু ব্যবসা শুরু করার পুঁজির ভয়ে তাঁরা কিছু করতে পারছেন না। কিন্তু এমন কয়েকটি ব্যবসা রয়েছে, যেখানে খুব কম অর্থ বিনিয়োগে করেও মোটা অর্থ আয় করা যেতে পারে। এখানে এমন কয়েকটি ছোট ছোট ব্যবসার আইডিয়া দেওয়া হয়েছে, যেগুলি মাত্র ২০ হাজার টাকাতেও শুরু করা যেতে পারে।

চা ও ক্লাউড কিচেন:

দেশে সবসময়ই চা এবং ফাস্ট ফুডের চাহিদা রয়েছে। বিশেষ করে অফিস, কলেজ বা বাজার এলাকায় একটি খাবারের দোকান দারুণ লাভের ব্যবসা হতে পারে। কোনও ব্যক্তি মাত্র ২০,০০০ টাকা দিয়ে এই ব্যবসা শুরু করতে পারেন। ফুটপাত বা নিজের বাড়ির রান্নাঘর থেকে এই ব্যবসা করা যায়। ছোট আকারে এই ব্যবসা শুরু করলে খরচ হবে একেবারে যৎসামান্য।

মরশুমি ব্যবসা:

মরশুমি ব্যবসায় বিনিয়োগ একটু বেশি হবে। তবে আয়ও অনেক বেশি। এদেশে উৎসবের মরশুম থাকে। রাখিবন্ধনে রাখির ব্যবসা, দীপাবলিতে লাইটিং ও ঘর সাজানোর জিনিস, হোলিতে রঙ এবং পিচকারির নিয়ে ব্যবসা করতে হবে। এই ব্যবসাটি অফলাইনের পাশাপাশি অনলাইনেও শুরু করা যেতে পারে। 

হাতে তৈরি নানা জিনিস

অনলাইন এবং অফলাইন উভয় বাজারেই হাতে তৈরি পণ্যের চাহিদা বাড়ছে। সাধারণ মানুষ আজকাল পরিবেশ বান্ধব পণ্য কিনতে পছন্দ করছে। এই ব্যবসা ২০,০০০ টাকা দিয়েও শুরু করা যেতে পারে। প্রতিটি স্থানীয় বাজারেই এই ব্যবসার কাঁচামাল পাওয়া যায়। তবে এক্ষেত্রে জিনিসের প্যাকেজিংয়ের উপর মনোযোগ দেওয়া উচিত।স্থানীয় বাজারের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন। বাড়িতে মোমবাতি তৈরি শুরু করতে পারেন, যা প্রায় ২০,০০০ টাকা দিয়ে শুরু হতে পারে। বিক্রির ক্ষেত্রে স্থানীয় দোকানদারদের পাশাপাশি অনলাইনেও বিক্রি করা যেতে। রঙিন মোমবাতি ভালো বিক্রিও হয়।

Advertisement

POST A COMMENT
Advertisement