Train Ticket Price Increase: ১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, হাওড়া থেকে দিল্লি-মুম্বই যাওয়ার টিকিট খরচ কত পড়বে?

বাড়ছে ট্রেনের ভাড়া। ১ জুলাই থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের এসি এভং নন-এসি কামরার টিকিটের দাম বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এবার হাওড়া থেকে দিল্লি কিংবা মুম্বই যাওয়ার জন্য ট্রেনের টিকিট ভাড়া কত পড়বে?

Advertisement
১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া, হাওড়া থেকে দিল্লি-মুম্বই যাওয়ার টিকিট খরচ কত পড়বে?
হাইলাইটস
  • ১ জুলাই থেকে বাড়ছে ট্রেনের ভাড়া
  • মেল এবং এক্সপ্রেস ট্রেনের এসি ও নন-এসি কামরার ভাড়া বৃদ্ধি
  • হাওড়া থেকে দিল্লি-মুম্বই যেতে কত খরচ পড়বে?

১ জুলাই থেকে মেল এবং এক্সপ্রেস ট্রেনের টিকিটের দাম বাড়তে চলেছে। ঠিক করা হয়েছে, মেল ও এক্সপ্রেস ট্রেনের নন–এসি কামরায় ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি কামরায় ভাড়া প্রতি কিলোমিটারে ২ পয়সা বাড়ানো হবে। অর্থাৎ নন–এসির যাত্রীদের প্রতি ১০০ কিলোমিটার ট্রেন সফরের জন্য টিকিটে অতিরিক্ত ১ টাকা এবং এসির যাত্রীদের অতিরিক্ত ২ টাকা খরচ করতে হবে। লোকাল ট্রেনে অবশ্য ভাড়া অপরিবর্তিতই থাকছে।

ভারতীয় রেলের বাণিজ্য বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্তে বিপুল টাকা খরচ করে পরিকাঠামো উন্নয়নের নানা কাজ চলছে। তবে শুধু কাজ চালালেই তো হবে না, সেখান থেকে রোজগারও করতে হবে। আর রোজগারের অন্যতম উপায় হলো ট্রেনের ভাড়া বাড়ানো। অগত্যা ১ জুলাই থেকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত। 

রেলের কর্মীদের মতে,গত কয়েক দশক ধরে রেলের ভাড়া বাড়ানো সম্ভব হয়নি। নেপথ্যে রয়েছে  রাজনৈতিক উদ্দেশ্য। বাণিজ্য বিভাগের কর্মীদের মতে, বছরের পর বছর ভাড়া না বাড়ায় রেলের অর্থনীতি ক্রমশ নড়বড়ে হচ্ছে। এই অবস্থায় দূরপাল্লার ট্রেনের ভাড়া কিলোমিটারে ১–২ পয়সা বাড়ানোটা নিতান্তই সামান্য। রেলের বাণিজ্য বিভাগের মতে সারা পৃথিবীর গণপরিবহণের মধ্যে সবচেয়ে সস্তা ভারতের ট্রেন। উল্লেখ্য, ২০২১–২২–এ ভারতের যাত্রিবাহী রেল পরিষেবায় ক্ষতির পরিমাণ ছিল ৬৮ হাজার ২৬৯ কোটি টাকা। 

হাওড়া থেকে কোন দূরপাল্লার ট্রেনে কত ভাড়া বাড়ল?
হাওড়া থেকে দিল্লি যেতে নন-এসি কামরায় ট্রেন ভাড়া বাড়ছে ১৪ টাকা ৫০ পয়সা। হাওড়া–পাটনার ক্ষেত্রে ভাড়া বাড়বে ৫ টাকা ৫০ পয়সা। আর হাওড়া থেকে মুম্বই যেতে টিকিটের দাম বাড়বে ১৭ টাকা বেশি। 

যাঁরা ৫০০ কিলোমিটার পর্যন্ত সফর করবেন তাঁদের বাড়তি ভাড়া দিতে হবে না। তবে বর্ধিত ভাড়া ৫০০ কিলোমিটারের বেশি পথে সফরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। দ্বিতীয় শ্রেণিতে ভ্রমণকারী যাত্রীদেরও ৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে আধা পয়সা অতিরিক্ত দিতে হবে।

Advertisement

টিকিট বুকিংয়ের নিয়মে পরিবর্তন
১ জুলাই, ২০২৫ থেকে তৎকাল টিকিট বুক করার জন্য আধার অথেন্টিকেশন প্রয়োজন হবে। রেল মন্ত্রক  ১০ জুন, ২০২৫ তারিখে একটি আদেশ জারি করে এবং সমস্ত রেলওয়ে জোনকে এই বিষয়ে অবহিত করে। এখন তৎকাল টিকিট শুধুমাত্র IRCTC-র ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে বুক করা যাবে এবং এর জন্য আধার যাচাইয়ের প্রয়োজন হবে। শুধু তাই নয়, ১৫ জুলাই থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় একটি অতিরিক্ত ধাপ যোগ করা হবে যেখানে আধার-ভিত্তিক OTP যাচাই করতে হবে। তৎকাল টিকিট বুকিংয়ে অননুমোদিত এজেন্টদের হস্তক্ষেপ রোধে রেল মন্ত্রক  কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন নিয়ম অনুসারে, রেলওয়ের অনুমোদিত বুকিং এজেন্টদের প্রথম দিনের প্রাথমিক আধ ঘন্টা সময়সীমার মধ্যে তৎকাল টিকিট বুকিং করতে নিষেধ করা হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement