Aadhar Card Update : নয়া Aadhar Card হোক বা আপডেট, সহজে পরিষেবা দিতে UIDAI-এর বড় পদক্ষেপ

UIDAI দেশের ৫৩টি বড় শহরে ১১৪টি আধার সেবা কেন্দ্র খোলার পরিকল্পনা করছে। দেশের সমস্ত মেট্রো সিটি, রাজ্যগুলির রাজধানী এবং কেন্দ্রশাসিত এলাকায় খোলা হবে আধার সেবা কেন্দ্র। বর্তমানে দেশে আধার সেবা কেন্দ্রের সংখ্যা ৮৮। তবে আধার সেবা কেন্দ্র ছাড়া সারা দেশে ৩৫ হাজারেরও বেশি আধার সেন্টার চলছে। 

Advertisement
নয়া Aadhar Card হোক বা আপডেট, সহজে পরিষেবা দিতে UIDAI-এর বড় পদক্ষেপপ্রতীকী ছবি
হাইলাইটস
  • এবার আরও সহজে পরিষেবা
  • আধার নিয়ে বড় পদক্ষেপ
  • জেনে নিন বিস্তারিত

বর্তমান সময়ে দেশে গুরুত্বপূর্ণ অন্যতম পরিচয়পত্র হল আধার কার্ড। সরকারি প্রকল্প থেকে শুরু করে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ, সবেতেই প্রয়োজন এই ডকুমেন্টের। তবে যে গতিতে আধারের গুরুত্ব বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়েনি আধার সেবা কেন্দ্রের সংখ্যা। এবার এই বিষয়ে গুরুত্ব দিয়ে বড় পদক্ষেপ UIDAI-এর। এর ফলে দেশের বড় শহরগুলিতে এই ধরনের প্রচুর কেন্দ্র খোলা হবে বলে জানা যাচ্ছে। 

৫৩ শহরে খোলা হবে ১১৪ কেন্দ্র
UIDAI দেশের ৫৩টি বড় শহরে ১১৪টি আধার সেবা কেন্দ্র খোলার পরিকল্পনা করছে। দেশের সমস্ত মেট্রো সিটি, রাজ্যগুলির রাজধানী এবং কেন্দ্রশাসিত এলাকায় খোলা হবে আধার সেবা কেন্দ্র। বর্তমানে দেশে আধার সেবা কেন্দ্রের সংখ্যা ৮৮। তবে আধার সেবা কেন্দ্র ছাড়া সারা দেশে ৩৫ হাজারেরও বেশি আধার সেন্টার চলছে। 

রবিবারও কাজ হয় 
নতুন আধার কার্ড তৈরি বা তাতে কোনও পরিবর্তন সংক্রান্ত (Aadhar Card Update) যে কোনও কাজ, এই আধার সেবা কেন্দ্রগুলিতে করা যাবে। সপ্তাহের ৭ দিনই মিলবে পরিষেবা। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চালু থাকবে এই কেন্দ্রগুলি। 

আধার আপডেট করার শুল্ক
আধার তালিকাভুক্তি - বিনামূল্যে
বায়োমেট্রিক আপডেট – ১০০ টাকা
নাম, ঠিকানা, জন্ম তারিখ – ৫০ টাকা
শিশুদের বায়োমেট্রিক - বিনামূল্যে

বেশি টাকা নিলে এখানে করুন অভিযোগ
যদি কোনও আধার কেন্দ্রে উপরোক্ত শুল্কের চেয়ে বেশি টাকা দাবি করে, তাহলে সেই বিষয়ে অভিযোগও জানানো যাবে। uidai.gov.in-এ মেল করে বা ১৯৪৭ নম্বরে ফোন করে জানানো যাবে অভিযোগ।

আরও পড়ুনDolo 650 বিতর্ক : COVID-কালে প্রতিদিন ৫৫ লক্ষ ট্যাবলেট বিক্রি, তারপর...

 

POST A COMMENT
Advertisement