ক্রেডিট কার্ডএখন অনেকেই নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করেন। এটা দিয়েই সারেন শপিং। এমনকী নানা জরুরি বিল মেটান। তবে মাথায় রাখতে হবে, ক্রেডিট কার্ড নিয়মিত ব্যবহার করলে একাধিক খারাপ অভ্যাস তৈরি হতে পারে। যার ফলে বিগড়ে যেতে পারে আপনার আর্থিক পরিস্থিতি। খরচ বহুগুণে বাড়তে পারে। কমে যেতে পারে সেভিংস। তাই ঝটপট সাবধান হতে হবে। নইলে অহেতুক বেশি টাকা খরচ হয়ে যাবে। এমনকী আপনি পড়ে যেতে পারেন লোন ট্র্যাপে।
তাই আর সময় নষ্ট না করে জেনে নিন যে ঠিক ক্রেডিট কার্ডের জন্য কোন কোন বদভ্যাস তৈরি হতে পারে-
প্রতিমাসের খরচ হবে এই কার্ডে
অনেকেই ইলেকট্রিসিটি বিল, ফোনের বিল, গ্যাসের খরচ মেটান ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। তারা একটা অভ্যাসের দাস হয়ে যায়। তখন হাতে নগদ টাকা না রেখেই ক্রেডিট কার্ডে খরচ মেটানো হয়। তাই এই ভুলটা আর করা যাবে না। এই অভ্যাস থেকে বেরিয়ে আসুন।
চাহিদা তৈরি করে
প্রায় সবসময়ই বিভিন্ন ক্রেডিট কার্ডে একাধিক অফার চলে। কিছু কিনলে অফ পাওয়া যায়। আর সেই কারণেই কিছু মানুষ অহেতুক জিনিস কিনে ফেলেন। তাদের হয়তো জিনিসটার প্রয়োজন নেই। তবে শুধু অফ পাওয়া যাচ্ছে বলেই তারা জিনিসটা কিনে ফেলেন। আর এই ভুলটা করেন বলেই তাদের খরচ বাড়তে থাকে। কোনও সেভিংস বলে কিছুই থাকে না।
লোন নেওয়ার প্রবণতা বাড়ায়
ক্রেডিট কার্ড ব্যবহার শুরু করলে ধীরে ধীরে লোন নেওয়ার প্রতি ভয় কমে যাবে। বরং আপনি আরও বেশি করে সাহসী হয়ে উঠবেন। যার ফলে বাড়বে আপনার লোন নেওয়ার প্রতি আগ্রহ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে লোন ট্র্যাপে পড়ার আশঙ্কা।
বাজেট মেনে চলতে দেয় না
আপনি ভাবলেন এই মাসে ১০ হাজার টাকা খরচ করবেন। এর মধ্যেই চালাবেন মাসের খরচ। তবে নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করলে বাজেটের হিসেবটা গড়বড় হয়ে যেতে পারে। আপনি আউট অব বাজেট হয়ে যেতে পারেন। তখন দামি কোনও জিনিস কিনে নিতে পারেন অকারণে। যার ফলে চেয়েও আপনি আর নিজের হিসেবের মধ্যে থাকতে পারবেন না।
সেভিংস কমবে
ক্রেডিট কার্ড খরচ করার ইচ্ছে বাড়াতে পারে। উল্টে কমাবে সেভিংসের ভাবনা। যার ফলে বিপদে পড়লে আপনাকে আবার সেই ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। এমনকী নিতে হতে পারে পার্সোনাল লোনও। এমন পরিস্থিতিতে আপনার হাতে থাকবে না কোনও টাকা। তাই এখন থেকে সাবধান হয়ে যান। চেষ্টা করুন যতটা সম্ভব ক্রেডিট কার্ড এড়িয়ে চলার। প্রয়োজন ছাড়া এই কার্ড ব্যবহারই করবেন না। নইলে আদতে ভুগতে হবে।