অবশেষে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে পা রাখল ইলন মাস্কের টেসলা। গতকাল মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে উদ্বোধন হল টেসলার প্রথম শোরুম, আর সেখান থেকেই লঞ্চ হল বহুল প্রতীক্ষিত টেসলা মডেল ওয়াই। আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যেই ঝড় তোলা এই ইলেকট্রিক SUV-এর প্রাথমিক এক্স-শোরুম দাম ধরা হয়েছে ৫৯.৮৯ লাখ।
দিল্লিতে সস্তা, মুম্বই ও গুরগাঁওয়ে বেশি
টেসলা ইন্ডিয়া আপাতত দিল্লি, মুম্বই ও গুরগাঁও—এই তিনটি শহরের জন্য বুকিং খুলেছে। রেজিস্ট্রেশন খরচ ও করের কারণে শহরভেদে অন-রোড দামে পার্থক্য রয়েছে।
দিল্লিতে বেস RWD ভ্যারিয়েন্ট (স্টিলথ গ্রে রঙ) অন-রোড মূল্য প্রায় ৬১,০৬,৬৯০। মুম্বইয়ে একই গাড়ির দাম ৬১,০৭,১৯০। গুরগাঁওয়ে দাম বেড়ে হয়েছে প্রায় ৬৬,৭৬,৮৩১।
আরও দাম দিতে হবে যদি আপনি অন্য রঙের বডি বা কেবিন বেছে নেন। পার্ল হোয়াইট, ডায়মন্ড ব্ল্যাক, গ্লেসিয়ার ব্লু, কুইক-সিলভার বা আল্ট্রা রেডের জন্য অতিরিক্ত খরচ পড়বে ৯৫,০০০ থেকে ১.৮৫ লাখ পর্যন্ত।
দুটি ভ্যারিয়েন্ট, আলাদা রেঞ্জ
টেসলা মডেল ওয়াই আপাতত দুই ভ্যারিয়েন্টে এসেছে—
RWD (Rear Wheel Drive): এক চার্জে ৫০০ কিমি রেঞ্জ।
Long Range RWD: এক চার্জে ৬২২ কিমি রেঞ্জ।
EMI কত হবে?
টেসলার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া অটো লোন ক্যালকুলেটর অনুযায়ী—
RWD ভ্যারিয়েন্টের জন্য EMI: প্রায় ১,১৪,০৮৮ প্রতি মাসে।
Long Range ভ্যারিয়েন্টের জন্য EMI: প্রায় ১,২৯,১৮৪ প্রতি মাসে।
এই EMI ধরা হয়েছে ৬০ মাসের কিস্তিতে, ৯% সুদের হারে, যেখানে ডাউন পেমেন্ট ধরা হয়েছে ৬,১০,৬৬৯।
বুকিং খরচ কত?
আপনি টেসলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি গাড়ি বুক করতে পারবেন। বুকিংয়ের সময় প্রয়োজন হবে—
নাম, ঠিকানা, প্যান কার্ডের মতো মৌলিক তথ্য
এবং ২২,২২০ বুকিং অ্যামাউন্ট
বুকিংয়ের পর আপনি আপনার পছন্দের বডি কালার ও কেবিন ফিনিশ বেছে নিতে পারবেন।
সংক্ষেপে:
দিল্লিতে দাম কম, গুরগাঁওয়ে সবচেয়ে বেশি।
EMI শুরু হচ্ছে প্রায় ১.১৪ লাখ থেকে।
বুকিং করতে খরচ ২২,২২০।