WBSEDCL Complaint Numbers: দুর্যোগের জেরে এলাকায় কারেন্ট নেই? রইল কন্ট্রোল রুম নম্বর

WBSEDCL Complaint Numbers: গতকালের ঝড়-বৃষ্টির তাণ্ডবের পর এলাকায় বিদ্যুৎ না থাকলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL) অভিযোগ জানানোর নম্বরের ফোন করে অভিযোগ জানাতে পারেন, জেনে নিতে পারেন আপনার এলাকায় কারেন্ট না থাকার কারণ। দেখে নিন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL) জেলাভিত্তিক অভিযোগ জানানোর নম্বর আর জেনে নিন আপনার এলাকায় কারেন্ট না থাকার কারণ...

Advertisement
দুর্যোগের জেরে এলাকায় কারেন্ট নেই? কন্ট্রোল রুম নম্বরদুর্যোগের জেরে এলাকায় কারেন্ট নেই? রইল কন্ট্রোল রুম নম্বর।
হাইলাইটস
  • ঝড়-বৃষ্টির তাণ্ডবে কোথাও গাছ উপড়ে গিয়েছে, কোথাও ছিঁড়েছে বিদ্যুতের তার।
  • ফলে কাল রাত থেকেই দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিদ্যুৎ নেই, লো ভোল্টেজের সমস্যা সহ বেশ কিছু সমস্যায় গতকাল রাত থেকেই ভুগছেন বহু মানুষ।

WBSEDCL Complaint Numbers: আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধে থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব দেখা গিয়েছে। হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামেও গতকাল সন্ধে থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায়। ঝড়-বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও। হুগলির আরামবাগ, কোন্নগর, ব্যান্ডেলেও প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়েছে। বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

ঝড়-বৃষ্টির তাণ্ডবে কোথাও গাছ উপড়ে গিয়েছে, কোথাও ছিঁড়েছে বিদ্যুতের তার। ফলে কাল রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের কিছু এলাকায়। লো ভোল্টেজের সমস্যা সহ বেশ কিছু সমস্যায় গতকাল রাত থেকেই ভুগছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে এলাকায় বিদ্যুৎ না থাকলে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL) অভিযোগ জানানোর নম্বরের ফোন করে অভিযোগ জানাতে পারেন, জেনে নিতে পারেন আপনার এলাকায় কারেন্ট না থাকার কারণ। চলুন এক নজরে দেখে নিন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL) জেলাভিত্তিক অভিযোগ জানানোর নম্বর আর জেনে নিন আপনার এলাকায় কারেন্ট না থাকার কারণ...

আরও পড়ুন: ফ্রি-তে আধারের ছবি-নাম-ঠিকানা আপডেট করার সুযোগ; কবে থেকে-কীভাবে?

রাজ্য বিদ্যুৎ পর্ষদের (WBSEDCL) জেলাভিত্তিক অভিযোগ জানানোর নম্বর:
•    বেহালা (033)2480-8368
•    গড়িয়া (033)2436-6383
•    বারুইপুর (033)2433-8288
•    ডায়মন্ড হারবার 3174257446
•    বিধাননগর-১ (033)2337-4003
•    বিধাননগর-২ (033)2576-7258
•    ব্যারাকপুর (033)2592-0604
•    নৈহাটি (033)2581-2256
•    বারাসত (033)2552-1788
•    বসিরহাট 03217-269318
•    হাবরা 03216-237014
•    হাওড়া-১ (033)2637-6469
•    হাওড়া-২ (033)2670-8023
•    শ্রীরামপুর (033) 2632-6138
•    চন্দননগর (033)2683-5814
•    তারকেশ্বর 3212277734
•    আরামবাগ 03211-256186
•    উলুবেরিয়া 2661-0464
•    সিঙ্গুর 2630-0829
•    মোগরা 26844211
•    বর্ধমান 0342-2662437
•    মেমারি 3422719258
•    দুর্গাপুর 0343-2546165
•    আসানসোল 0341-2284811
•    কাটোয়া 3453255296
•    কালনা 03454-255902
•    সিউরি 3462258195
•    রামপুরহাট 3461255334
•    খড়গপুর 3222225257
•    ঘাটাল 3225255382
•    তমলুক 3228266165
•    মেদিনীপুর 3222263850
•    কন্টাই 3220255080
•    মেমারি 0342-2260926
•    হলদিয়া 32242751961
•    বাঁকুড়া 3242250760
•    বিষ্ণুপুর 3244254986
•    পুরুলিয়া 3252222209
•    কল্যাণী (033) 2582-8156
•    কৃষ্ণনগর 3472272039
•    তেহাট্টা 3471250288
•    বহরমপুর-১ 3482224520
•    বহরমপুর-২ 3482252794
•    মালদা 3512253437
•    উত্তর দিনাজপুর 3523252571
•    দক্ষিণ দিনাজপুর 3522255532
•    জলপাইগুড়ি 3561230694
•    আলিপুরদুয়ার 3564255582
•    কোচবিহার 3582222375
•    শিলিগুড়ি টাউন 0533-2542863
•    শিলিগুড়ি সুবারবন 3532581005
•    কার্সিয়ং 0354-2344463
•    দার্জিলিং জেনারেল 0354-2258138

Advertisement

যদি কোন বিপদ, পরিষেবায় সমস্যা হলে এই WhatsApp নম্বরে 8900793100 অভিযোগ জানিয়ে লোকেশন পাঠিয়ে দিতে পারেন।

 

POST A COMMENT
Advertisement