Two PAN Cards: ২টি প্যান কার্ড থাকলে কী হবে? না জানলে বড় বিপদ নিশ্চিত

কারও কাছে দু'টি প্যান কার্ড থাকার কথা নয়। কেউ যদি দু'টি প্যান কার্ড বানিয়েও ফেলেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়। আর এমনই একটা ঘটনা সম্প্রতি সামনে এসেছে। জালি প্যান কার্ড থাকার অভিযোগে রামপুরের এমপি/এমএলএ কোর্ট সমাজবাদী পার্টির নেতা আজম খান এবং তার পুত্রকে দোষী সাব্যস্ত করেছে।

Advertisement
২টি প্যান কার্ড থাকলে কী হবে? না জানলে বড় বিপদ নিশ্চিত২ প্যান কার্ড
হাইলাইটস
  • কারও কাছে দু'টি প্যান কার্ড থাকার কথা নয়
  • কেউ যদি দু'টি প্যান কার্ড বানিয়েও ফেলেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়
  • আর এমনই একটা ঘটনা সম্প্রতি সামনে এসেছে

কারও কাছে দু'টি প্যান কার্ড থাকার কথা নয়। কেউ যদি দু'টি প্যান কার্ড বানিয়েও ফেলেন, তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হয়। আর এমনই একটা ঘটনা সম্প্রতি সামনে এসেছে। জালি প্যান কার্ড থাকার অভিযোগে রামপুরের এমপি/এমএলএ কোর্ট সমাজবাদী পার্টির নেতা আজম খান এবং তার পুত্রকে দোষী সাব্যস্ত করেছে।

আসলে অভিযোগটা আবদুল্লা আজম খানের বিরুদ্ধে। এই ব্যক্তির একটি জালি প্যান রয়েছে বলে অভিযোগ। তিনি সেই প্যান কার্ডে জন্মের তারিখ বদলে দেন। তার পিতা আজম খানও এই দুর্নীতিতে যুক্ত ছিল অভিযোগ। আর এমন পরিস্থিতিতে আদালতের তরফে তাদের দুইজনকে ৫০ হাজার টাকার জরিমানা এবং ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

তাই এমন পরিস্থিতিতে প্যান কার্ডের নিয়মটা জেনে নিন। নইলে হতে পারে বিপদ।

প্যান কার্ড শুধু একটা পরিচয় পত্র নয়

অনেকেই প্যান কার্ডকে শুধু একটা পরিচয়পত্র মনে করেন। তবে বিষয়টা একবারেই তেমন নয়। এটাকে আপনি নিজের আর্থিক পরিচয়ও বলতে পারেন। প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর হল একটি ১০ সংখ্যা বিশিষ্ট কার্ড। এতে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশন নথিভুক্ত করা থাকে। এই কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ইনকাম ট্যাক্স ফাইলিং সহ একাধিক কাজে লাগে।

২টি প্যান কার্ড থাকলে কী সমস্যা?

একাধিক সমস্যা হতে পারে ২টি প্যান কার্ড থাকলে। এটা সেকশন ২৭২বি-এর অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য ১০ হাজার টাকার জরিমানা হতে পারে। এছাড়া প্যান কার্ড ভুলভাবে ব্যবহার করলে সাজার পরিমাণ বাড়তে পারে।

আসলে দু'টি প্যান কার্ড থাকার রয়েছে একাধিক ঝুঁকি। এক্ষেত্রে ব্যাঙ্কের KYC করতে সমস্যা হতে পারে। শুধু তাই নয়, লোন অ্যাপ্লাই করতে গেলেও একাধিক জটিলতার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, এর জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজও হয়ে যেতে পারে।

মাথায় রাখবেন, আপনার কাছে দুটি প্যান কার্ড রয়েছে, এই বিষয়টা আইনের চোখে একদমই গ্রহণযোগ্য নয়। তারা মনে করতে পারে যে আপনি হয়তো জালিয়াতি করার জন্যই দু'টি প্যান কার্ড বানিয়েছেন। যার জন্য জেল পর্যন্ত হতে পারে।

Advertisement

আসলে ইনকাম ট্যাক্স বিভাগ মনে করে যে দু'টি প্যান কার্ডের মাধ্যমে আপনি ট্যাক্স ফাঁকি দিতে চাইছেন। কিংবা করতে চাইছেন আর্থিক তছরুপ। এই জালিয়াতির অভিযোগেই তারা আপনার বিরুদ্ধে নানান অভিযোগ আনতে পারে।

দু'টি প্যান কার্ড থাকলে কী করবেন?

দু'টি প্যান কার্ড বানিয়ে ফেললে একটি কার্ড জমা দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে অনলাইনে বা অফলাইনে গিয়ে এটা জমা দিতে পারেন। NSDL বা UTIITSL ওয়েবসাইটে গিয়ে সারেন্ডার ডুপ্লিকেট প্যান কার্ড অপশনে ক্লিক করুন। এরপর ডিপার্টমেন্ট আপনার দ্বিতীয় কার্ডটি বন্ধ করে দেবে।

POST A COMMENT
Advertisement