Rs 500 Note Discontinuation: ৫০০ টাকার নোট কি মার্চের পর পাওয়া যাবে না? সত্যিটা জেনে নিন

৫০০ টাকার নোট নাকি বন্ধ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এমন পোস্ট। এই পোস্টগুলিতে দাবি করা হচ্ছে ৫০০ টাকার নোট ২০২৬ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement
৫০০ টাকার নোট কি মার্চের পর পাওয়া যাবে না? সত্যিটা জেনে নিনমার্চের পর বন্ধ ৫০০ টাকার নোট?
হাইলাইটস
  • ৫০০ টাকার নোট নাকি বন্ধ হয়ে যাবে
  • সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এমন পোস্ট
  • এই পোস্টগুলিতে দাবি করা হচ্ছে ৫০০ টাকার নোট ২০২৬ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যাচ্ছে

৫০০ টাকার নোট নাকি বন্ধ হয়ে যাবে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এমন পোস্ট। এই পোস্টগুলিতে দাবি করা হচ্ছে ৫০০ টাকার নোট ২০২৬ সালের মার্চ মাসে বন্ধ হয়ে যাচ্ছে। যদিও সরকারের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে।

এই পোস্টের একটি ফ্যাক্ট চেক করেছে সরকারি সংস্থা PIB। তাদের পক্ষ থেকে জানান হয়েছে, ভারত সরকার ২০২৬ সালের মার্চ মাসে ৫০০ টাকার নোট ডিমোনিটাইজ করছে না। এই দাবি সম্পূর্ণ ভুল। ৫০০ টাকার নোট এখনও বৈধ। এটা যে কোনও ট্রানজাকশনে ব্যবহার করা যাবে। সাধারণ মানুষ যেন এই ধরনের বার্তায় কান না দেন।

সোশ্যাল মিডিয়ায় কী মেসেজ ঘুরে বেড়াচ্ছে?

প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় এমন অনেক মেসেজ ঘুরছে, যেখানে বলা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নাকি ২০২৬-এর মার্চ মাসে ৫০০ টাকার নোট তুলে নিতে চলেছে। আর এই দাবি একবারেই ভিত্তিহীন। RBI এমন কোনও দাবি করেনি।

তাই পিআইবি-এর পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন করে বলা হয়, 'এই ধরনের খবরে বিশ্বাস করার আগে একবার যাচাই করে নিন। ফেক নিউজ ছড়াবেন না। ৫০০ টাকার নোট এখনও বাজারে রয়েছে। এই টাকা বৈধ।'

এটাই প্রথম গুজব নয়

এর আগেও একাধিকবার ৫০০ টাকার নোট নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। এর আগে বলা হয়েছিল যে ৫০০ টাকার নোট আর বানাবে না RBI, এর ব্যবহার বন্ধ হয়ে যাবে। যদিও PIB এবং সরকারের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়।

এই বিষয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, সংসদের এমন কোনও পরিকল্পনা নেই। ৫০০ টাকার নোটের সাপ্লাই বন্ধ হওয়ার প্রশ্নই ওঠে না।

এর পাশাপাশি তিনি আরও জানান যে, ৫০০ টাকার নোট তো ATM এ পাওয়া যাবেই। তার সঙ্গে ১০০-২০০ টাকার নোটও মিলবে। পাশাপাশি তিনি ৫০০ নোট বন্ধ করে দেওয়ার দাবিও উড়িয়ে দিয়েছেন।

Advertisement

 

POST A COMMENT
Advertisement