বাজারে এল Yamaha FZ X Hybrid, স্টাইলিশ-দারুণ মাইলেজ! দামও নাগালের মধ্যে

বাজারে নতুন বাইক আনল Yamaha। ভারতে লঞ্চ হল Yamaha FZ X Hybrid। দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Advertisement
বাজারে এল Yamaha FZ X Hybrid, স্টাইলিশ-দারুণ মাইলেজ! দামও নাগালের মধ্যেভারতে লঞ্চ হল Yamaha FZ X Hybrid
হাইলাইটস
  • ভারতে লঞ্চ হল Yamaha FZ X Hybrid।
  • দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।
  • চলুন দেখে নেওয়া যাক Yamaha FZ X Hybrid-এর ইঞ্জিন, ফিচার ও দাম সংক্রান্ত সমস্ত তথ্য।

বাজারে নতুন বাইক আনল Yamaha। ভারতে লঞ্চ হল Yamaha FZ X Hybrid। দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

সম্প্রতি সংস্থা বাজারে Yamaha FZ-S Hybrid মডেলও এনেছিল। এবার সেই ট্রেন্ড বজায় রেখেই এল FZ X Hybrid। এই বাইকে আরও কিছু নতুন ফিচার যোগ হয়েছে। বাড়ানো হয়েছে মাইলেজ, পারফরম্যান্স ও কনভিনিয়েন্স।

চলুন দেখে নেওয়া যাক Yamaha FZ X Hybrid-এর ইঞ্জিন, ফিচার ও দাম সংক্রান্ত সমস্ত তথ্য।

Yamaha FZ X Hybrid: ইঞ্জিন ও পারফরম্যান্স

FZ সিরিজের অন্যান্য বাইকের মতোই এই বাইকেও থাকছে ১৪৯ সিসি ফুয়েল-ইনজেকটেড, ৪-স্ট্রোক, SOHC, এয়ার-কুলড ইঞ্জিন।
Yamaha FZ X - FZX Price, Specifications, Features, Images | Yamaha Motor  India

ইঞ্জিনের সঙ্গে থাকছে ৫-স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিন থেকে পাওয়া যাবে সর্বোচ্চ ১২.৪ হর্সপাওয়ার @ ৭,২৫০ RPM। টর্ক মিলবে ১৩.৩ এনএম @ ৫,৫০০ RPM।

Yamaha FZ X Hybrid: নতুন টেকনোলজি

এই বাইকে থাকছে Smart Motor Generator (SMG) ও Stop & Start System (SSS)।

  • এতে গাড়ি স্টার্ট হবে আরও নিঃশব্দে।

  • ক্লাচ ছোঁয়া মাত্র ইঞ্জিন চালু হয়ে যাবে, ফলে বন্ধ থাকাকালীন জ্বালানি সাশ্রয় হবে।

  • অ্যাকসিলারেশনে ব্যাটারির সাহায্যও পাওয়া যাবে, যার ফলে পারফরম্যান্স আরও স্মুদ।

Yamaha FZ X Hybrid: ফিচার্স

  • থাকছে ৪.২ ইঞ্চি ফুল-কালার TFT ডিসপ্লে।

  • Y-Connect অ্যাপের মাধ্যমে স্মার্টফোন কানেক্ট করা যাবে।

  • গুগল ম্যাপের সাহায্যে Turn-by-Turn Navigation।

  • আরও থাকছে Traction Control System ও Single Channel ABS।

Yamaha FZ X Hybrid: দাম  

ভারতে Yamaha FZ X Hybrid-এর দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯০ টাকা (এক্স-শোরুম)।

যদি কেউ নন-হাইব্রিড FZ X নিতে চান, তবে তার দাম ১,২৯,৯৯০ টাকা (এক্স-শোরুম)।

Yamaha FZ X Hybrid: ডিজাইন

এই বাইকের ওজন ১৪১ কেজি। অর্থাৎ নন-হাইব্রিড মডেলের থেকে ২ কেজি বেশি। কারণ, নতুন টেকনোলজির জন্য অতিরিক্ত ওজন।

দেখতেও প্রায় একই রকম। ডিজাইনে খুব একটা পরিবর্তন নেই।

Yamaha FZ X Hybrid: কাদের জন্য পারফেক্ট?

যারা মাইলেজ এবং স্মার্ট টেকনোলজি সমৃদ্ধ বাইক চান, তাঁদের জন্য Yamaha FZ X Hybrid হতে পারে দারুণ বিকল্প।

এই বাইক একদিকে যেমন ফুয়েল ইকনমি বাড়াবে, তেমনই আধুনিক স্মার্ট কানেক্টিভিটি দেবে।

Yamaha FZ X Hybrid: এক নজরে ফিচার্স

  • স্মার্টফোন কানেক্টিভিটি

  • স্টপ & স্টার্ট সিস্টেম

  • উচ্চমানের মাইলেজ

  • শক্তিশালী ব্রেকিং সিস্টেম

  • অত্যাধুনিক ডিজাইন

ইয়ামাহার নতুন হাইব্রিড বাইক নিয়ে সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা তুঙ্গে। যারা নতুন প্রজন্মের ফিচার সমৃদ্ধ বাইক খুঁজছেন, তাঁদের নজর কাড়বে Yamaha FZ X Hybrid।

POST A COMMENT
Advertisement