জিএসটির কোপে পড়ে মহার্ঘ্য হতে চলেছে পর্যটন । ১৮ জুলাই থেকে থেকে পর্যটনের উপর লাগু হয়েছে জিএসটি ৷ ছোট ও মাঝারি মাপের হোটেলগুলিতে জিএসটি লাগু হওয়ায় ভাড়া বাড়াতে হচ্ছে। ফলে পর্যটক কমার আশঙ্কায় সাধারণ,নিম্ন মধ্য়বিত্ত ও মধ্যবিত্ত পর্যটকরা। সামনে পর্যটন মরশুম,তার আগে নতুন ট্যারিফ নিয়ে বিপাকে তাঁরা। পর্যটনব্যবসায়ীদের দাবি, ব্যবসা করা তাঁদের বাধ্যবাধকতা। পর্যটকদের নয়। তাই কেউ যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে তাঁদের অসহায়ভাবে দেখা ছাড়া কোনও উপায় নেই।
GST will increase spending on tourism