তামিলনাড়ুর HDFC ব্যাঙ্কের ১০০ জন গ্রাহকের অ্যাকাউন্টে ১৩ কোটি টাকা জমা পড়ার মতো চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। আসলে, HDFC ব্যাঙ্ক ভুলবশত তার ১০০ জন গ্রাহকের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা করে ফেলেছে।
জানা গিয়েছে, HDFC ব্যাঙ্কের চেন্নাইয়ের টি নগর শাখায় এই ভুল হয়েছে, যা এখন দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে। রাতারাতি কোটি কোটি টাকা ভুলবশত ট্রান্সফার হয়ে গেল কীকরে, তা নিয়েও প্রশ্ন তিলেছেন অনেকে।
অন্যদিকে, একদিনে এত বড় অঙ্কের অর্থ অ্যাকাউন্টে জমা হওয়ার পর ওই ১০০ জন গ্রাহক নিজেদের চোখের উপরেও বিশ্বাস করতে পারছিলেন না।
বার বার মেসেজ পড়ে, অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেও বুঝে উঠতে পারছিলেন না কোথা থেকে এতগুলো টাকা তাঁদের অ্যাকাউন্টে এলো! এ ব্যাপারে প্রথমে ক্রাইম ব্রাঞ্চ পুলিশ ও ব্যাংক ফ্রড ইউনিটকে অবহিত করা হয়।
ব্যাঙ্কের সার্ভার হ্যাক করে এই বিপুল পরিমাণ টাকা ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে কিনা তা-ও খতিয়ে দেখেছে পুলিশ। কিন্তু জানা যায়, এ ক্ষেত্রে কোনও রকম হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি।
HDFC ব্যাঙ্ক সূত্র জানিয়েছে যে, এটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে হয়েছে। কোনও হ্যাকিং হয়নি। প্রযুক্তিগ ত্রুটির কারণেই ১০০ জন গ্রাহকের অ্যাকাউন্টে ১৩ কোটি টাকা করে জমা পড়েছে।
HDFC ব্যাঙ্ক কর্মকর্তাদের দাবি, রোববার ৮০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে। কর্তৃপক্ষ গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে ফ্রিজ করে প্রযুক্তিগত ত্রুটি সংশোধনের কাজ করছেন।
জানা গিয়েছে, এই প্রযুক্তিগত ত্রুটি সংশোধনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা যাবে না। তবে প্রয়োজনে টাকা জমা করা যাবে।