
অস্ট্রেলিয়ার এক চিড়িয়াখানার একটি কুমির এতোটার আক্রমণাত্মক হয়ে উঠেছে যে তাকে সামলাতে ১২ জনের সাহায্য নিতে হয়েছে।

জানা গিয়েছে, যৌন সম্পর্ক করার জন্য কুমিরটি ক্রমেই উত্তেজিত হয়ে গিয়েছিল। বাকি জন্তুদের উপরও হামলা চালাচ্ছিল।

কুমির সাধারণত প্রজননের মরসুমে উত্তেজিত থাকে। কিন্তু এটি অতিরিক্ত আক্রমণাত্মক হয়ে গিয়েছিল।

অন্তত ১২ জন চিড়িয়াখানার কর্মী মিলে এই কুমিরটিকে কাবু করে। আপাতত একটি নির্জন জায়গায় কুমিরটিকে রাখা হয়েছে।

পুরোপুরি সুস্থ হলে ফের আগের জায়গায় নিয়ে আসা হবে কুমিরটিকে।

আমেরিকান মেগাস্টার র্যাপার কানি ওয়েস্টের নামানুসারে এই কুমিরটির নাম রাখা হয়েছিল।

এর ওজন ৩৫০ কেজির বেশি এবং এর দৈর্ঘ্য ৪ মিটারের কাছাকাছি।

কুমিরটিকে বাগে আনতে টেপ ও দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়েছিল।

আপাতত কুমিরটিকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। কুমিরটি পুরোপুরি শান্ত হলে তারপরে তাকে ফিরিয়ে আনা হবে