scorecardresearch
 
Advertisement
ভাইরাল

এ যেন হুবহু ঐশ্বর্যের ডুপ্লিকেট! এই পাক তনয়ার ছবিতে মজেছে সোশ্যাল মিডিয়া

আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 1/9

সোশ্যাল মিডিয়ায় রোজই কিছু না কিছু ভাইরাল হয়। বেশ কিছুদিন নেটিজেনদের চর্চায় থাকে সেই বিষয়গুলি। এখন আলোচনায় রয়েছেন পাকিস্তানের এক মেয়ে, যাকে দেখতে বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইয়ের মতো।
 

আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 2/9

সম্প্রতি পাকিস্তানের ব্লগার আমনা ইমরানকে নিয়ে জোরদার আলোচনা চলছে। প্রাক্তন বিশ্ব সুন্দরীর সঙ্গে মুখের মিল থাকায় তাঁর বেশ কয়েকটি ছবি এই মুহূর্তে নেটপাড়ায় ঘুরছে।
 

আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 3/9

অনেক সময়ই অনেক নায়িকার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় অনেকের মুখের। তবে এইবার ঐশ্বর্যের সঙ্গে মিল থাকায় আরও বেশি করে সকলে তাঁর ছবি শেয়ার করছেন।
 

Advertisement
আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 4/9

এমনকি আমনার অনেকগুলি ছবি ও ভিডিয়োতে দেখা যাচ্ছে যে তিনি ঐশ্বর্যকে নকল করেছেন। সেটা তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই দেখা যাবে।
 

আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 5/9

শোনা যাচ্ছে যে আমনা একজন বিউটি ব্লগার। এমনকি ঐশ্বর্যের সঙ্গে নিজের ছবি কোলাজ করেও তিনি পোস্ট করেছেন।

আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 6/9

শুধু ছবি না, তাঁর শেয়ার করা অনেক ভিডিয়োতেও তিনি অভিনেত্রীকে নকল করছেন। আমনা পাকিস্তানের অনেক সংবাদ মাধ্যমেও থাকে নিয়ে খবর প্রকাশিত হয়েছে।

আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 7/9

কখনও শাড়ি তো কখনও ফর্মাল পোশাকে তাঁকে দেখা গেছে। সেই ছবি এক নজরে কেউ দেখলে সহজেই ঐশ্বর্য রাই ভেবে ভুল করতে পারেন।

Advertisement
আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 8/9

ইন্সটাগ্রামে প্রায় ২৫০০ জন আমনা ইমরানকে ফলো করেন। তবে দিনে দিনে তাঁর ফলোয়ার্স সংখ্যা বাড়ছে। 
 

আমনা ইমরান হুবহু দেখতে ঐশ্বর্যের মতো
  • 9/9

 এর আগেও মারাঠি অভিনেত্রী মানসী নায়েককেও ঐশ্বর্যের সঙ্গে তুলনা করা হয়েছে। মানসীকেও বিভিন্ন সময়ে তাঁকে নকল করতে দেখা গেছে।
 

Advertisement