scorecardresearch
 
Advertisement
ভাইরাল

'মদ খেলে করোনা হবে না,' এই আন্টিদের সংলাপই হয়েছে ভাইরাল

করোনা কালে সম্প্রতি
  • 1/5

করোনা কালে সম্প্রতি এক বয়স্কা মহিলা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়েছেন। সম্প্রতি দিল্লি সপ্তাহশেষে লকডাউন ঘোষণা হয়েছিল। এরপরেই দিল্লিতে মদের দোকানের সামনে লম্বা লাইন দেখা যায়। তখনই এক বয়স্কা মহিলাকে দেখা যায় মদের দোকানের সামনে লাইন দিতে। তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বলেন, ইঞ্জেকশনের চেয়ে অ্যালকোহল খুব কাজের। তাই তিনি লাইন দিয়েছে। ওই মহিলার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

পাকিস্তানের এই মহিলাকে
  • 2/5

পাকিস্তানের এই মহিলাকে ইন্টারনেটের সর্বাধিক জনপ্রিয় বলা যেতে পারে। একজন সাংবাদিক যখন তাকে বিদ্যুতের ব্যবস্থা সম্পর্কে প্রশ্ন করতে যান, তখন ওই মহিলার ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাকে গরমেন্ট আন্টি নামেও ডাকা হয় সোশ্যাল মিডিয়ায়। তবে ভাইরাল হওয়ার পরে তার পরিবারেও প্রচুর সমস্যার মুখোমুখি হতে হয়েছিল।
 

গরমেন্ট আন্টির মতো
  • 3/5

গরমেন্ট আন্টির মতো এই মহিলাও খুব জনপ্রিয় হয়েছিলেন। বিদ্যুতের জন্য তিনি এমন কিছু বলেছিলেন যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। যদিও এর পরে পাক সরকারের তরফে ওই মহিলাকে সাবধান করা হয়। কিন্তু তাতেও কর্ণপাত করেননি। 

Advertisement
জলের ঘাটতি নিয়ে
  • 4/5

জলের ঘাটতি নিয়ে লড়াই করা এই মহিলা যখন তার গল্প বলতে শুরু করলেন, তখন তা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। পাকিস্তানের এই মহিলা জানিয়েছিলেন যে জলের অভাবে তিনি তাঁর নাতিকে ঠিকঠাক ভাবে শৌচকর্ম করাতে পারছেন না। এই মহিলার কথাগুলি সামাজিক মাধ্যমে খুব ট্রেন্ডিং হতে শুরু করে।
 

দিল্লির এই মহিলাও
  • 5/5

দিল্লির এই মহিলাও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয়েছিলেন। এই মহিলা এক রেস্তোরাঁয় গিয়ে মহিলাদের পোশাক সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন। যা ঘিরে সেখানকার কিছু যুবতী প্রতিবাদ করেন। গোটা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। 

Advertisement