scorecardresearch
 
Advertisement
ভাইরাল

'করব না করোনা টেস্ট!' পুলিশকে মহিলার গালিগালাজ, ভিডিও ভাইরাল

পুলিশ কর্মীদের সঙ্গে
  • 1/5

পুলিশ কর্মীদের সঙ্গে এক যুবতীর দুব্যবহারের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কয়েকদিন আগে মাস্ক পরা নিয়ে এক দম্পতির সঙ্গে বচসায় জড়িয়েছিলেন পুলিশ কর্মীরা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়। তার রেশ কাটতে না কাটতেই এবার ফের ভাইরাল হল নয়া একটি ভিডিও
 

ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে
  • 2/5

ভিডিওটিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে মহিলা পুলিশকর্মীরা মেয়েটির করোনার পরীক্ষা করানোর জন্য খুব স্বাচ্ছন্দ্যে কথা বলছেন। কিন্তু মেয়েটি তাদের একটিও কথা শুনছে না। প্রথমে তিনি ফোনে কারও কাছে অভিযোগ করেন। তিনি বলেন যে তাকে পরীক্ষা দিতে হবে না এবং তাকে এখানে পরীক্ষা করতে বাধ্য করা হচ্ছে। 
 

প্রায় ১ ঘন্টা ধরে
  • 3/5

প্রায় ১ ঘন্টা ধরে রেলওয়ে কর্মী এবং জিআরপি পুলিশ কর্মীরা ওই যুবতীকে বোঝাতে থাকে। তবে তিনি কারও কথায় কান দেননি না। সন্ধ্যায় ভোপাল এক্সপ্রেস থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যোধপুরে এসেছিলেন ওই যুবতী। রাজ্য সরকার আরটিপিসিআর পরীক্ষা অন্যান্য রাজ্য থেকে আগত ভ্রমণকারীদের জন্য বাধ্যতামূলক করেছে। কিন্তু ওই যুবতী কিছুতেই টেস্ট করাতে রাজি হননি।
 

Advertisement
ওই যুবতীকে পরীক্ষার
  • 4/5

ওই যুবতীকে পরীক্ষার জন্য রেলস্টেশনে রেল কর্মকর্তারা নমুনা দিতে বলেছিলেন।  কিন্তু তারপরে যুবতীটি অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। স্টেশনের কেউ এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন।

প্রথমে পুলিশ খুব ভালোভাবে
  • 5/5

প্রথমে পুলিশ খুব ভালোভাবে বোঝায় ওই যুবতীকে। কিন্তু তাতে কাজ না হওয়ায় মামলার হুমকি দেন। তারপরে ওই যুবতী করোনা পরীক্ষায় রাজি হয়। গোটা ঘটনায় নেটিজেনদের রোষের মুখে পড়েছেন ওই যুবতী। অনেকেই কড়া শাস্তির দাবি করেছেন।

Advertisement