তেলুগু সংস্কৃতি অনুযায়ী আষাঢ় একটি শুভ মাস। এই সময় নববধূরা তাঁদের শ্বশুরবাড়িতে থাকাকালীনই বিভিন্ন উপহার পেয়ে থাকেন। তাঁদের বাবা-মায়েদের তরফে শাড়ি, মিষ্টি সহ বিভিন্ন উপহার পাঠান হয়। তেমনই অন্ধ্রপ্রদেশের এক নববধূকে তাঁর বাবা যে উপহার পাঠিয়েছেন তা রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রাজমঞ্জরির এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী নিজের মেয়েকে ১০০০ কিলো মাছ, ১০০০ কিলো সবজি, ২৫০ কিলো ঝিঙে, ২৫০ কিলো মুদিখানার সামগ্রী, ২৫০ কিলো আচার, ২৫০ কিলো মিষ্টি, ৫০টি মুরগি ও ১০টি খাসি পাঠিয়েছেন। ওই ব্যবসায়ীর মেয়ের বিয়ে হয়েছে পুদুচেরির ইয়ানা
সম্প্রতি ইয়ানামের বিশিষ্ঠ এক ব্যবসায়ীর ছেলে পবন কুমারের সঙ্গে বিয়ে হয়েছে রাজমঞ্জরির বাসিন্দা বতুলা বলরাম কৃষ্ণের মেয়ে প্রত্যুষার।
প্রত্যুষার শ্বশুরবাড়িতে যখন ট্রাক বোঝাই করা এই সমস্ত উপহারসামগ্রী পৌঁছায় তখন তাঁরাও রীতিমতো অবাক হয়ে যান।
ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে গোটা শহরে। বলরাম কৃষ্ণের কাণ্ড দেখে সবাই কার্যত তাজ্জব।