scorecardresearch
 
Advertisement
ভাইরাল

ছবি দেখলেই চমকে উঠবেন! আস্ত সাপকে গিলে খাচ্ছে কিং কোবরা

কিং কোবরার শিকার
  • 1/6

কিং কোবরার শিকার আরেক কিং কোবরা। সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে। (ছবি-প্রতীকী, গেটিইমেজেস)
 

ছবিটি পোস্ট
  • 2/6

ছবিটি পোস্ট করেছেন প্রবীন কাসওয়ান। সেখানে তাঁর তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে, এক কিং কোবরা অপর এক বিষধরকে গিলছে। 
 

জানা গিয়েছে,
  • 3/6

জানা গিয়েছে, কোবরা বেশিরভাগ সময়েই সাপই ভক্ষণ করে থাকে। বাকি সরীসৃপ কিংবা প্রাণীদের থেকে সাপই পছন্দ কোবরার।

Advertisement
এর আগেও
  • 4/6

এর আগেও একাধিক ভিডিও ও ফটোতে দেখা গিয়েছে, কোবরা সাপ অপর একটি সাপকে গিলে খাচ্ছে। 

ছবিটি দেখে
  • 5/6

ছবিটি দেখে অনেকেই চমকে গিয়েছে। পাশাপাশি পোস্টদাতারও প্রশংসা করেছেন সকলে।
 

প্রসঙ্গত, কিং কোবরা
  • 6/6

প্রসঙ্গত, কিং কোবরা পৃথিবীর দীর্ঘতম বিষাক্ত সাপ এবং সাধারণত নিজস্ব প্রজাতি সহ অন্যান্য সাপ শিকার করে।  ২০১০ সালে IUCN লাল তালিকায় কিং কোবারকে রাখা হয়েছিল। (ছবি-ট্যুইটার, প্রবীল কাসওয়ান)
 

Advertisement