গল্পটা এক ১৯ বছরের তরুণীর। নিজের দেহের ওজন বৃদ্ধি নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন তিনি। ওজন কমানোর জন্য ডায়েট ও ওয়ার্কআউটও শুরু করেন ওই তরুণী। কিন্তু সফলতা আসেনি। এরপর তিনি চিকিৎসকের কাছে যান। চেক-আপের পর চক্ষু চড়কগাছ তরুণীর।
ব্রিটেনে বসবাসকারী ওই তরুণীর নাম অবি চাডউইক। তাঁর পেটের চারপাশে বাড়তে থাকে ওজন। যার জেরে তাঁকে ৯ মাসের গর্ভবতী বলেও রসিকতা করতেন কেউ কেউ ।
অনেক চেষ্টার পরেও যখন তাঁর পেটের ওজন কমল না তখন চিকিৎসকের কাছে যান তিনি। চেক-আপের পর জানা যায় তাঁর পাকস্থলীতে প্রায় ফুটবলের আকারের একটি সিস্ট রয়েছে। সেই কারণেই ফোলা তাঁর পেট।
চিকিৎসক জানান পেটে সিস্টের কারণেই ফুলে গিয়েছে তাঁর পেট। এরপরেই হাসপাতালে অস্ত্রোপচার করিয়ে ওই সিস্ট বাদ দেন তরুণী।
মিরর নিউজকে ওই তরুণী জানান, যখন তাঁর পেটে সিস্টটি ছিল তখন তা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। তিনি রাস্তায় বেরোলে সবাই তাকে ৯ মাসের গর্ভবতী বলতেন। তারপর চিকিৎসক জানান যে তাঁর পেটে সিস্ট রয়েছে।